রোনালদোকে নিয়ে ভাবনায় জুভি কোচ
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৪
।। স্পোর্টস ডেস্ক ।।
ক্রমেই জুভেন্টাসের সেরা অস্ত্র হয়ে উঠছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মাঝে ইংলিশ আর স্প্যানিশ লিগ ছেড়ে ইতালির লিগে নিজেকে মেলে ধরেছেন। জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি আস্থাভাজন হয়ে উঠেছেন সিআর সেভেন। কিন্তু, রোনালদোর ইনজুরি এবার ভাবিয়ে তুলেছে জুভি কোচকে।
রোনালদোর পাশে খেলা আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা গত সপ্তাহে গোল পেয়েছেন। তবে, গোল পেয়েছেন লিগের ১২ ম্যাচ পর। আক্রমণভাগে এক রোনালদোই দলকে টেনে নিয়ে চলছেন দারুণ গতিতে। এর মধ্যে লিগের ম্যাচে বোলোগনার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন রোনালদো।
পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে আপাতত ঝুঁকি নিতে চাইছেন না জুভি কোচ। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সামনে আরও বড় পরীক্ষায় নামতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরে এসেছে তুরিনের বুড়িরা। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে নামবে জুভেন্টাস। এই ম্যাচে বড় জয় না পেলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হবে রোনালদো-দিবালাদের।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইতালিয়ান লিগ সিরি আ তে জুভেন্টাসের বড় পরীক্ষা নেবে আরেক জায়ান্ট নাপোলি। দুই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে আল্লেগ্রি তার শিষ্যদের নিয়ে কাজ শুরু করেছেন। ৩৪ বছর বয়সী রোনালদোকে আলাদা সময় দিয়েছেন জুভি কোচ। তবে, মূল দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো। ইনজুরি থাকায় দগলাস কস্তার সঙ্গে আলাদাভাবে অনুশীলন করেছেন সিআর সেভেন।
ইতালিয়ান লিগে প্রথম মৌসুম ২৫ ম্যাচ খেলে জুভেন্টাসের জার্সিতে রোনালদো করেছেন ১৯ গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে করেছেন ২১ গোল। ক্লাব ক্যারিয়ারে রোনালদো ৭৯৭ ম্যাচ খেলে গোল করেছেন ৫৯৪টি।
সারাবাংলা/এমআরপি