Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনকে ১০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৯

বাংলাদেশ

।। স্পোর্টস ডেস্ক ।।

মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত পর্বের পথে কিছুটা হলেও এগিয়ে গেল বাংলাদেশ।

র‌্যাংকিংয়ের হিসেবে ঢের পিছিয়ে থাকলেও লাল-সবুজ জার্সিধারী মেয়েদের সাম্প্রতিক সাফল্য নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। জাতীয় দল হিসেবে রাখলে ফিলিপাইনের ফিফা র‌্যাংকিং ৭৪ আর বাংলাদেশের ১২৫। চার দলের গ্রুপে চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই, রানার্সআপ হলেও চূড়ান্ত পর্বের টিকিট পাবে টাইগ্রেসরা। চলতি বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

সম্প্রতি মারিয়া-আঁখিদের দুর্দান্ত পারফর্মেন্স আশা জাগাচ্ছে মূল পর্বে ওঠার। সিনিয়রদের পথ ধরে জুনিয়ররাই সেই বাধা পেরোবে এমনটাই আশা কোচসহ সংশ্লিষ্টদের। গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে মায়ানমারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল গোলাম রব্বানী ছোটন বাহিনী। ৪১ সদস্যের এ দলটিতে আছেন জাতীয় দলের ১১ ফুটবলার। বাকি ৩০ জন অনূর্ধ্ব-১৬ দলেরই খেলোয়াড়।

ফিলিপাইনের বিপক্ষে এর আগে কখনো খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। ম্যাচের প্রথমার্ধে ছয় গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চার গোল দিয়েছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। ম্যাচের ২, ১৭, ২৪ ও ৩৬ মিনিটে গোল করেন তহুরা। আনুচিং ৫৮ ও ৮৬ মিনিটে গোল করেন। শামসুন্নাহার ম্যাচের ১৮ মিনিটের মাথায় গোল করেন। শামসুন্নাহার (২) গোল করেন ৪২ মিনিটে। ৬৪ মিনিটে একটি গোল করেন মারিয়া মান্দা। আর ৯২ মিনিটে ফিলিপাইনের জালে জড়ায় আত্মঘাতী হয়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশ দল:
মাহমুদা আক্তার, রুপ্না চাকমা, ইয়াসমিন আক্তার, আখি খাতুন, নাজমা, আনাই মুঘিনি, নিলুফা ইয়াসমিন নীলা, ঋতু পর্ণা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মনি আক্তার, লাবণী আক্তার, সোহাগী কিসকু, লামনী, সুলতানা, অনুচিং মুঘিনি, জাহান, রেহানা আক্তার, শাহিদা আক্তার রিপা, শামসুননাহার, তহুরা খাতুন, শামসুন্নাহার ও রোজিনা আক্তার।

বাংলাদেশের ম্যাচগুলো:
২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ফিলিপাইন (বাংলাদেশ ১০-০ গোলে জয়ী)
১ মার্চ: বাংলাদেশ বনাম মায়ানমার
৩ মার্চ: বাংলাদেশ বনাম চীন

মায়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। খেলা দেখাচ্ছে এমআর টিভিতে -মিয়ানমার রেডিও ও টেলিভিশনে। ফেসবুক লাইভ দেখাবে মাই স্পোর্টস।

সারাবাংলা/এমআরপি

এএফসি অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর