Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমি নিশ্চিত করলো নাসির-সোহানরা


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪০

শেখ জামাল

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ‘বি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতেছে নুরুল হাসান সোহানের দলটি। পূর্ণ চার পয়েন্ট নিয়ে সেমিতে উঠতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিএল মেথডে ৪ রানে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাবকে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। বৃষ্টির কারণে শেখ জামালের ইনিংসের সীমা দাঁড়ায় ৮ ওভার। তাতে ৫ উইকেট হারিয়ে দলটি তোলে ৭২ রান। উত্তরা স্পোর্টিংয়ের জয়ের জন্য লক্ষ্য দেওয়া হয় ৭ ওভারে ৬৪। উত্তরা ৫ উইকেট হারিয়ে তোলে ৫৯ রান। বৃষ্টি আইনে তাতে শেখ জামাল ৪ রানের জয় তুলে নেয়।

শেখ জামালের ওপেনার ইমতিয়াজ হোসেন ৯ বলে করেন ১২ রান। আরেক ওপেনার ফারদিন হাসান ১৮ বলে করেন ২৫ রান। জিয়াউর রহমান ৮, হাসানুজ্জামান ১, নাসির হোসেন অপরাজিত ১১, দলপতি নুরুল হাসান সোহান ৫ আর তানবীর হায়দার ১ রানে অপরাজিত থাকেন। উত্তরা স্পোর্টিংয়ের সাজ্জাদ হোসেন তিনটি উইকেট তুলে নেন।

নতুন টার্গেট ৭ ওভারে ৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উত্তরা স্পোর্টিংয়ের ওপেনার তানজিদ হাসান ৮ বলে ১১, আনিসুল ইসলাম ইমন ১০ বলে ১৩ রান করেন। মিনহাজুল আবেদিন ৫, মিনহাজ খান ২, শাখির হোসেন শুভ্র ১২, দলপতি মোহাইমিনুল খান অপরাজিত ১২ এবং আবদুর রশিদ অপরাজিত ২ রান করেন। শেখ জামালের ইলিয়াস সানি দুটি, সালাউদ্দিন একটি, শহিদুল ইসলাম একটি এবং জিয়াউর রহমান একটি করে উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন ইলিয়াস সানি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

ডিপিএল ২০১৯ শেখ জামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর