Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ হলেন লঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৪

জয়সুরিয়া

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিষিদ্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সাবেক দলপতি এবং বিশ্বকাপ জয়ী গ্রেট ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়াকে। দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে জয়সুরিয়াকে নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) আইসিসি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতির মাঠে নামেন জয়সুরিয়া। পাশাপাশি কাজ করছেন ক্রিকেট সংগঠক হিসেবেও। সে সময়ে ক্রিকেট দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান তিনি। আচরণবিধি ভঙ্গের দায়ে গত অক্টোবরেই জয়সুরিয়ারের বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। এবার আইসিসির আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাকে। জয়সুরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি স্বীকারও করে নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি।

লঙ্কান ক্রিকেটের দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছিল আইসিসি একটি দল। তাতে দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার জয়াসুরিয়ার কাছ থেকেও তদন্তে সাহায্য চেয়েছিল তারা। আইসিসির অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন ইউনিটের তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান জয়সুরিয়া। দুর্নীতির তদন্তে সহযোগিতা করেননি বরং তদন্তকে বাধাগ্রস্ত করেছেন তিনি। সেই সঙ্গে তথ্য গোপন, তদন্তের আলামত নষ্ট করার বিষয়টিও উঠে আসে।

আইসিসি ঘোষিত এই শাস্তিতে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট বিষয়ক সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ থাকবেন জয়সুরিয়া। আইসিসির দুর্নীতি দমনের দুটি ধারা ভাঙার অভিযোগে বলা হয়, প্রথমত জয়াসুরিয়া সহযোগিতা না করে তদন্তে প্রতিবন্ধকতা ও বিলম্বিত করেছিলেন। দ্বিতীয়ত সাবেক লঙ্কান অধিনায়ক নিজের কিংবা অন্যের তদন্ত সংশ্লিষ্ট বিষয় গোপন কিংবা নষ্ট করেছেন।

বিজ্ঞাপন

সেখানে বিস্তারিত ভাবে বলা হয়েছিল, জয়াসুরিয়া নিজের ব্যবহার করা মোবাইল ফোন আইসিসির কমিটির কাছে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এমনকি দুর্নীতি দমন ইউনিটকে ম্যাচ ফিক্সিং কিংবা পিচ-ফিক্সিংয়ের মতো বিষয়ে সহযোগিতা করেননি।

২০১১ সালে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর জয়সূরিয়া জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। তার আগে লঙ্কানদের ১৯৯৬ বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখেন মাতারা হ্যারিকেন খ্যাত এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে ৪৪৫ ম্যাচে ব্যাট হাতে ২৮ সেঞ্চুরির পাশাপাশি তিনি বল হাতে নিয়েছিলেন ৩২৩ উইকেট। টেস্টে ১১০ ম্যাচ খেলে ১৪টি সেঞ্চুরি করা এই গ্রেট ৯৮টি উইকেট নেন।

সারাবাংলা/এমআরপি

আইসিসি নিষিদ্ধ লঙ্কান ক্রিকেট সনাথ জয়সুরিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর