আট হাজারি ক্লাবে প্রথম ভারতীয় রায়না
২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৬ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১৭:২৩
।। স্পোর্টস ডেস্ক ।।
টি-টোয়েন্টি ভার্সনের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে ব্যাট করতে নেমে ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮ হাজার রান স্পর্শ করেছেন ৩০০তম ম্যাচ খেলতে নামা রায়না। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে উত্তর প্রদেশের প্রতিপক্ষ ছিল পুডুচেরি।
রায়নার দল উত্তর প্রদেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৯ রান। জবাবে, ২০ ওভারে ৬ উইকেট হারানো পুডুচেরির ইনিংস থামে ১০২ রানের মাথায়। ৭৭ রানে ম্যাচটি জিতে নেয় উত্তর প্রদেশ।
উত্তর প্রদেশের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন রায়না। এটি ছিল তার ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টিতে আট হাজার রান করতে রায়নার দরকার ছিল ১১, তিনি এই ম্যাচে করেন ১২। তার ১৮ বলের ইনিংসে ছিল একটি বাউন্ডারি। টি-টোয়েন্টিতে তার রান বেড়ে দাঁড়ালো ৮০০১। ষষ্ঠ কোনো ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজার রান করলেন রায়না।
এই ফরম্যাটে সর্বোচ্চ ১২ হাজার ২৯৮ রান আছে ক্রিস গেইলের। ৯৯২২ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম, ৮৮৩৮ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, ৮৬০৩ রান করেছেন পাকিস্তানের শোয়েব মালিক, ৮১১১ রান করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এই তালিকায় ৮০০১ রান করে ছয়ে রায়না। তার পরেই আছেন টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি (৭৮৩৩ রান)।
৩০০তম টি-টোয়েন্টি খেলা রায়নার উপরে শুধু মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই দলপতি খেলেছেন ৩০১টি টি-টোয়েন্টি ম্যাচ। ছক্কা হাঁকানোর দিক দিয়েও রায়না দুইয়ে। ভারতীয় ওপেনার রোহিত শর্মা ২৯৯ ম্যাচে ৩২৬টি ছক্কা হাঁকিয়ে সবার উপরে, রায়নার ছক্কা ৩০২টি।
সারাবাংলা/এমআরপি