Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতলো কারা, হারলো যারা


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৪ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১৭:২৮

।। স্পোর্টস ডেস্ক ।।

লা লিগায় জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইংলিশ লিগে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। আর লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে চেলসিকে হারিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা জিতেছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ওদিকে, পাওলো দিবালার একমাত্র গোলে বোলোনিয়ার বিপক্ষে জিতেছে জুভেন্টাস।

লা লিগায় প্রথম পর্বে লেভান্তের কাছে হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিএআরে পাওয়া দুটি পেনাল্টিতে স্কোর করেন করিম বেনজেমা ও গ্যারেথ বেল। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ২-১ গোলে জিতেছে সান্তিয়াগো সোলারির দল। গত অক্টোবরে রিয়ালকে তাদেরই মাঠে একই ব্যবধানে হারিয়েছিল লেভান্তে।

গত সপ্তাহে জিরোনার কাছে ঘরের মাঠে হারা রিয়ালকে এগিয়ে নিতে হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ৪৩তম মিনিটে বেনজেমা গোল করেন। লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি ১১তম গোল। ৬০তম মিনিটে মার্তির গোলে সমতায় ফেরে লেভান্তে। ৭৪তম মিনিটে বেনজেমাকে তুলে বেলকে নামান কোচ সোলারি। মাঠে নামার চার মিনিট পরেই স্পট কিকে দলকে এগিয়ে দেন এই ওয়েলস ফরোয়ার্ড। দুটি ভিএআর থেকে পেনাল্টি পায় রিয়াল।

লা লিগায় বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অ্যাতলেতিকো মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২৫ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।

এদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি গোলশূন্য ড্র হয়। লিগের প্রথম পর্বে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড।

বিজ্ঞাপন

রোববার অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে সাউথ্যাম্পটনকে ২-০ গোলে হারায় আর্সেনাল। ম্যানচেস্টার সিটির কাছে হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। সাউথ্যাম্পটনকে সহজেই হারিয়েছে উনাই এমেরির দল। দলের হয়ে একটি করে গোল করেন আলেকসঁদ লাকাজেত ও হেনরিখ মিখিতারিয়ান। এই জয়ে নিজেদের মাঠে শেষ ১৩টি লিগ ম্যাচে অপরাজিত রইল তারা। এর মধ্যে শেষ সাতটিতে টানা জয় পেয়েছে এমেরির দল।

২৭ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। আর ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড।

টাইব্রেকারে চেলসিকে হারিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা জিতেছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২০১৮-১৯ আসরের ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সিটি। সিটির হয়ে স্কোর করেন ইলকাই গুনডোগান, সার্জিও আগুয়েরো, বের্নান্দো সিলভা ও রাহিম স্টার্লিং। চেসির হয়ে স্কোর করেন সিজার আজপিলিকুয়েতা, এমারসন ও হ্যাজার্ড। প্রতিযোগিতায় এটি তাদের টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ শিরোপা। আটবার এই শিরোপা জিতেছে লিভারপুল।

ওদিকে, ইতালিয়ান সিরি আয় অবনমন অঞ্চলের দল বোলোনিয়ার বিপক্ষে জিতেছে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জেতে টানা সাতবারের চ্যাম্পিয়নরা জুভিরা। সিরি আয় টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন দিবালা। গত সপ্তাহে ফ্রোসিনোনের বিপক্ষে দলকে এগিয়ে দিয়ে লিগে ১২ ম্যাচের গোল খরা কাটিয়েছিলেন তিনি। আসরে তার মোট গোল হলো চারটি। ২৫ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ইংলিশ লিগ ক্লাব ফুটবল স্প্যানিশ লিগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর