Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র-জুনিয়র দুটোই পেয়েছে ক্রিস্টাল প্যালেস


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে লিচেস্টার সিটির বিপক্ষে ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসন ডাগআউটে দাঁড়ানোর মধ্যদিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচের রেকর্ড গড়েছেন। মাইলফলক স্পর্শ করার ম্যাচে হজসনের শিষ্যরা জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। বলা হচ্ছে ইংলিশ লিগের বুড়ো দাদু ৭১ বছর বয়সী হজসন। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে দায়িত্ব পালন করলেন হজসন (৭১ বছর ১৯৮ দিন)।

বিজ্ঞাপন

কাকতালীয় হলেও সত্যি, ইংলিশ লিগের সবচেয়ে কম বয়সী কোচ এই ক্রিস্টাল প্যালেসের। ১৯৯৮ সালের ১৪ মার্চ সবচেয়ে কম বয়সে ক্রিস্টাল প্যালেসের কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছিলেন ইতালির আত্তিলিও লোমবার্দো। অ্যাস্টন ভিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে লোমবার্দোর বয়স ছিল মাত্র ৩২ বছর ৬৭ দিন। টপকে গিয়েছিলেন ফুলহামের কোচ ক্রিস কোলম্যানকে। নিউক্যাসলের বিপক্ষে ২০০৩ সালের ১৯ মে ৩২ বছর ৩১৩ দিন বয়সে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া, জিয়ানলুকা ভিয়ালি ৩৩ বছর ২২৭ দিন বয়সে, আন্দ্রে ভিলাস ৩৩ বছর ৩০১ দিন বয়সে আর রুড গুলিট ৩৩ বছর ৩৫২ দিন বয়সে কোচ হিসেবে ডাগআউটে দায়িত্ব পালন করেছিলেন। এই তিন জনই চেলসির কোচ থাকাকালীন এই রেকর্ড গড়েন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোচ ক্রিস্টাল প্যালেসের লোমবার্দো বর্তমানে নিজ দেশ ইতালির ক্লাব তুরিনোর অ্যাসিসটেন্ট ম্যানেজার। এর আগে জার্মানির শালকে, তুরস্কের গ্যালাতাসারে এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির অ্যাসিসটেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন। সিটিজেনদের রিজার্ভ দলের প্রধান কোচও ছিলেন তিনি।

বিজ্ঞাপন

৫৩ বছর বয়সী ইতালির সাবেক এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯ ম্যাচ আর ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৫২৫ ম্যাচ। জুভেন্টাস, সাম্পোদোরিয়া, ল্যাজিও, ক্রিস্টাল প্যালেসের মতো বড় বড় ক্লাবের জার্সিতে খেলে গোল করেছিলেন ৭৬টি।

** রয় হজসন ইংলিশ লিগের ‘বুড়ো দাদু’

সারাবাংলা/এমআরপি

ইংলিশ লিগের কোচ ক্রিস্টাল প্যালেস হজসন-লোমবার্দো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর