Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ বছর পর ইংল্যান্ডকে হারালো উইন্ডিজরা


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সবশেষ জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ইংলিশদের বিপক্ষে আর ওয়ানডেতে জেতা হয়নি তাদের। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শিমরন হেটমায়ারের সেঞ্চুরিতে ভর করে ২৬ রানের জয় তুলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক উইন্ডিজরা।

পাঁচ বছর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি অ্যান্টিগায় ১৫ রানের জয় পেয়েছিল উইন্ডিজরা। সেদিন ম্যাচ জিতিয়েছিলেন ডুয়াইন ব্রাভো আর সুনীল নারাইনরা।

চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে উইন্ডিজরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৪ বলে ২৬৩ রান তুলতেই সবকটি উইকেট হারায় ইংলিশরা।

আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ৫০, শাই হোপ ৩৩, ড্যারেন ব্রাভো ২৫, জন ক্যাম্পবেল ২৩ ও কার্লোস ব্রাথওয়েইট ১৩ রান করেন। আর ব্যাটে ঝড় তোলেন শিমরন হেটমায়ার। ঝড়ো ব্যাটিংয়ে ৮৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে অ্যাশলে নার্স ১৩ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ৬০ রানে তিন উইকেট হারায় ইংলিশরা। জনি বেয়ারস্টো শুন্য হাতে ফেরার পর জেশন রয় ফেরেন ২ রানে। আর জো রুট ৩৬ রান করে আউট হন।

এরপর অবশ্য মিডল অর্ডারে দলের হাল ধরে অধিনায়ক ইয়োন মরগান ৭০ আর বেন স্টোকস ৭৯ রানের ইনিংস খেলেন। দুজন ফেরার পর জশ বাটলার ৩৪ রান করলেও শেষ দিকে আর কেউই তেমন কিছু করতে পারেননি। তাতে ৪৭.৪ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

বিজ্ঞাপন

শেলডন কটরেল ৪৬ রানে সর্বোচ্চ ৫টি উইকেট নেন। এছাড়াও জেসন হোল্ডার নেন তিনটি উইকেট।
ম্যাচসেরা নির্বাচিত হন শিমরন হেটমেয়ার।

সারাবাংলা/এসএন

ইংল্যান্ড ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর