Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স লিগে কোন দলের অবস্থান কেমন


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ শেষ। এখন অপেক্ষা দ্বিতীয় লেগের। কোয়ার্টার ফাইনালে উঠবে কোন আটটি দল সেটিরও অপেক্ষা। প্রথম লেগের ম্যাচগুলো শেষ হয়েছে ১২, ১৩, ১৯ এবং ২০ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের ম্যাচগুলো শেষ হবে ৫, ৬, ১২ এবং ১৩ মার্চ। চলুন দেখে নেওয়া যাক কোনো বিশ্বসেরা ক্লাব প্রথম লেগে জিতেছে, হেরেছে আর ড্র করেছে।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব শালকেকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। আগামী ১২ মার্চ নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শালকেকে আতিথ্য জানাবে সিটিজেনরা। এদিকে, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস হেরে বসেছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। দিয়েগে সিমিওনের অ্যাতলেতিকোর বিপক্ষে আতিথ্য নিয়ে তুরিনের বুড়িরা হেরেছে ২-০ ব্যবধানে। আগামী ১২ মার্চ ফিরতি লেগে জুভিদের মাঠে খেলতে নামবে অ্যাতলেতিকো।

শেষ ষোলোর প্রথম হোঁচট খেয়েছে ইংলিশ লিগে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে নেমে ওলে সুলশারের শিষ্যরা হেরেছে ২-০ গোলে। আগামী ৬ মার্চ ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে নামবে ইউনাইটেড। আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারস সহজ জয় পেয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। টটেনহ্যাম নিজেদের মাঠে প্রথম লেগে বরুশিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। আগামী ৫ মার্চ জার্মান ক্লাবটির বিপক্ষে আতিথ্য নেবে টটেনহ্যাম।

বিজ্ঞাপন

ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে হোঁচট খেয়েছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর জার্মান ফেভারিট বায়ার্ন মিউনিখের বিপক্ষে হোঁচট খেয়েছে গতবারের রানার্সআপ ইংলিশ ক্লাব লিভারপুল। বার্সা-লিভারপুল গোলশূন্য ড্র করেছে। বার্সা লিঁওর মাঠে খেলতে নেমে কোনো গোল পায়নি, আগামী ১৩ মার্চ নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে লিঁওকে আতিথ্য জানাবে বার্সা। আর একই দিন বায়ার্নের মাঠে খেলতে নামবে লিভারপুল।

এদিকে, নিজ নিজ খেলায় জয় পেয়েছে ইতালির রোমা আর স্পেনের রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ জায়ান্ট পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে নিজেদের মাঠে খেলতে নামা রোমা। আগামী ৬ মার্চ পর্তুগালে খেলতে নামবে ইতালির ক্লাবটি। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সকে। ডাচ ক্লাবটির ঘরের মাঠে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ৫ মার্চ আয়াক্সকে আতিথ্য জানাবে রিয়াল।

সারাবাংলা/এমআরপি

চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন মিউনিখ বার্সা ম্যানচেস্টার সিটি রিয়াল

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর