Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে কিউইদের দল ঘোষণা


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৮

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টেস্ট দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার টড অ্যাস্টল। বাদ পড়ে গেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা সিরিজের দল থেকে পরিবর্তন এই একটিই।

এছাড়া, নতুন মুখ হিসেবে দলে এসেছেন দেশের হয়ে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা উইল ইয়ং।

হাঁটুর চোটে গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন অ্যাস্টল। ২০১২ সালে টেস্ট অভিষেকের পর এই সংস্করণে এখন পর্যন্ত কেবল তিনটি টেস্ট খেলেছেন তিনি। এই লেগ স্পিনার সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেন। মিচেল স্যান্টনার আবারো দলে নেই। হাঁটুর অস্ত্রোপচারের পর টেস্টে ক্রিকেটে ফিরতে তাকে পর্যাপ্ত সময় দিতে চায় নিউজিল্যান্ড।

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ।

নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও সৌম্য সরকারকে স্কোয়াডে রাখা হয়েছে। এর আগে মূল স্কোয়াডে থাকা পেসার তাসকিন আহমেদ ইনজুরির কারণে ছিটকে গেলে সেই জায়গায় ডাক পান পেসার ইবাদত হোসেন। তিন ম্যাচ টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা আছে।

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে শনিবার থেকে লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সৌম্যকে যোগ করায় টেস্ট স্কোয়াড তাই আবার দাঁড়িয়েছে ১৫ জনে। ২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরেছিলেন সৌম্য। সেবার ইমরুল কায়েসের চোটের কারণে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে ক্রাইস্টচার্চে ৮৬ ও ৩৬ রান করেছিলেন সৌম্য। আবারো সাদা পোশাকে তার উপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

বাংলাদেশ টেস্ট দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

সারাবাংলা/এমআরপি

টেস্ট সিরিজ নিউজিল্যান্ড বাংলাদেশ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর