‘নেইমারকে ছাড়াই ইউসিএলের ফাইনালে যাবে পিএসজি’
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৩
।। স্পোর্টস ডেস্ক ।।
গত বছরের ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে প্রায় চার মাস মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছিল নেইমারকে। আর তাতেই পিএসজিও ছিটকে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে। এবার একই চোটে পড়ে প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে পিএসজির এই ব্রাজিলিয়ান তারকাকে। তবে ব্রাজিল গ্রেট কাফু মনে করছেন, নেইমারকে ছাড়াই ইউসিএল আসরের ফাইনালে যাবে পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল নেইমারবিহীন পিএসজি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে দলটির, এমন শঙ্কায় আছেন অনেকেই। তবে চোটের কারণে ১০ সপ্তাহ নেইমারকে মাঠের বাইরে থাকতে হলেও এরই মধ্যে তাকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে প্রথম লেগে ২-০ ব্যবধানে জয় তোলে পিএসজি।
আগামী ৬ মার্চ রাতে ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লড়বে পিএসজি। সেই ম্যাচেও দর্শক হয়ে থাকবেন নেইমার। তবে এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নেইমার না খেললেও পিএসজি ঠিকই ফাইনালে যাবে বলে মনে করেন কাফু। তিনি বলেন, ‘শেষ ষোলোর সবকটি দলই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করবে। সেখানে দলের তারকা খেলোয়াড় থাকুক আর না থাকুক। তবে অবশ্যই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) নেইমারকে মিস করবে।’
অবশ্য নেইমারকে ছাড়া ওল্ড ট্রাফোর্ডে পিএসজির দারুণ জয়ের কথাটাই মনে করিয়ে দিলেন কাফু, ‘নেইমার দলের অন্যতম একজন, তবে প্রতিপক্ষের মাঠে পিএসজি তাদের প্রথম লেগে যেভাবে খেলেছে, সেটা দেখলেই বুঝা যায় তাদের (পিএসজি) ফাইনালে যাওয়ার সুযোগ আছে।’
সারাবাংলা/এসএন