Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে হাফিজকে পাচ্ছে না পাকিস্তান!


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্যাটে-বলে পাকিস্তান দলের অন্যতম ভরসা মোহাম্মদ হাফিজ। তবে দলের এই তারকা অলরাউন্ডারকে নিয়ে শঙ্কায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আঙুলের চোটে পড়েছেন পাক এই অভিজ্ঞ ক্রিকেটার। তাতে ইংল্যান্ড বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে শঙ্কায় পড়েছে তারা।

পিসিএলের চলতি আসরের পঞ্চম ম্যাচে করাচী কিংসের বিপক্ষে ২২ রানের জয় পেয়েছিল হাফিজের দল লাহোর লাকান্দারস। সেই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ রান করেন অধিনায়ক হাফিজ।

তবে কিংসের বিপক্ষে নিজের করা ১৩তম ওভারে কলিন ইনগ্রামের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতে বুড়ো আঙুলে চোট পান তিনি।
পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন, আঙুলের চোট সারাতে অস্ত্রোপচার লাগবে তার। তবে এরপর হাফিজকে ঠিক কবে মাঠে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেননি ডাক্তাররা।

চোটের কারণে মাঠের বাইরেই থাকতে হচ্ছে হাফিজকে। তার বদলে লাহোর দলের অধিনায়কত্ব করছেন এবি ডি ভিলিয়ার্স।

তবে পিএসলে যে হাফিজের ফেরা হচ্ছেনা সেটাই বুঝা যাচ্ছে। তাই অনিশ্চিত হয়ে পড়েছে ইংল্যান্ড বিশ্বকাপে হাফিজের খেলা নিয়ে।

সারাবাংলা/এসএন

ইনজুরি ইংল্যান্ড বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান মোহাম্মদ হাফিজ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর