ছোট পর্দায় আজকের খেলা
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৭
স্পোর্টস ডেস্ক ।।
জেনে নিন ছোট পর্দায় আজকের খেলা কোথায় কি থাকছে। ক্রিকেটে আজ (সোমবার) উল্লেখযোগ্য তেমন কোনো খেলা না থাকলেও, ফুটবলে এফএ কাপের ম্যাচে লড়াইয়ে নামবে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
ফুটবল :
এফএ কাপ
চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট, সনি টেন টু
সিরি ‘আ’
রোমা-বোলোনিয়া
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট, সনি টেন ওয়ান
বুন্দেসলিগা
নুরেমবার্গ-বরুশিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১ টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
টেনিস :
রিও ওপেন
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট, সনি ইএসপিএন
সারাবাংলা/এসএন