দিবালার গোলে ফেরায় খুশি আলেগ্রি
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৬
।। স্পোর্টস ডেস্ক ।।
ঘরের মাঠে সিরি আ’র ম্যাচে ফ্রোসিনানের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে জুভেন্টাস। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দলের জয়ের দিনে গোল করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। খরা কাটিয়ে দিবালে গোলে ফেরায় বেশ খুশি জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন জুভিরা। তাতেই ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আর সেই গোলটি করেন দিবালা। ডি-বক্সের বাইরে রোনালদোর বাড়িয়ে দেওয়া বল থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন। তাতেই লিগের ১২ ম্যাচ পর গোলের দেখা পান দিবালা। আর চলতি লিগে এ নিয়ে তিনটি গোল আছে তার।
এর আগে গত ৩ নভেম্বর কাইয়ারির বিপক্ষে গোল করেন দিবালা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) তার গোলে ফেরায় ম্যাচ শেষে জুভি কোচ বলেন, ‘পাওলোর জন্য আমি খুশি। সে দারুণ একটা গোল করলো।’
‘মাঝমাঠ ও আক্রমণভাগের মাঝে সমন্বয় করে এমন একজন খেলোয়াড় আমাদের জন্য দরকার, এ বছর সেটা আরও বেশি দরকার, কারণ তার সঙ্গে দুইজন স্ট্রাইকার নিয়ে আমরা খেলছি। গোল করার বিবেচনায় তার সুযোগ হয়তো কিছুটা কম থাকলেও ম্যাচে তার পারফরম্যান্সের বিবেচনায় সেটা নেই।’
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে নামবে জুভেন্টাস। হাইভোল্টেজ সেই ম্যাচের আগে নিজেদের বেশ ভালোই শান দিয়ে রাখলেন রোনালদো-দিবালারা।
২৪ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৬৬। এক ম্যাচ কম খেলা নাপোলি ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪৩।
সারাবাংলায় আরো পড়ুন : রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের সহজ জয়
সারাবাংলা/এসএন