নিজ দেশে ফিরলেন সালা
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৪
।। স্পোর্টস ডেস্ক ।।
নিজ দেশে ফিরলেন ইমিলিয়ানো সালা। তবে এভাবে হয়তো ফেরার কথা ছিল না ২৮ বছর বয়সি এই আর্জেন্টাইনের। কার্ডিফ সিটির এই ফুটবলারের মরদেহটি উদ্ধারের প্রায় ৮ দিন পর এবার নেওয়া হয়েছে আর্জেন্টিনায়।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) নিজ শহরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে তার।
ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড গড়ে ১৭ মিলিয়ন ইউরোতে গত মাসেই সালাকে কিনেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল কার্ডিফ সিটি। সই করানোর দুইদিন পর (২১ জানুয়ারি) বিমানে করে ফ্রান্স থেকে রওনা হয়ে বিমান দুর্ঘটনার কারণে ইংলিশ চ্যানেলে নিখোঁজ হন আর্জেন্টাইন এই ফুটবলার।
এরপর অনেকদিন ধরেই সালা এবং বিমানটির পাইলট ডেভিড ইবোটসন এমনকি বিমানের কোনো হদিস না মিললেও, গত ৩ ফেব্রুয়ারি দুর্ঘটনা তদন্তকারী সংস্থা জানায়, ২৮ বছর বয়সী সালাকে নিয়ে নিখোঁজ হওয়া সেই বিমানটির সন্ধান মিলেছে ইংলিশ চ্যানেলে।
এরপর বিমানের উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে একটি মরদেহ উদ্ধার করা হলেও পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। তবে ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সেই মরদেহটি সালার বলেই নিশ্চিত করেছে ডরসেট পুলিশ।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সালার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার আগে তার শৈশবের ক্লাব সেন মার্টিন ডি প্রগ্রেসোতে নিয়ে যাওয়া হবে তাকে।
তবে সালার মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছেন বিমানের পাইলট ইবোটসন।
সারাবাংলায় পড়ুন : উদ্ধার হওয়া মরদেহটি সালার
আরো পড়ুন : সন্ধান মিললো সালাকে নিয়ে নিখোঁজ বিমানের
সারাবাংলা/এসএন