Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টপ অর্ডারকে আরেকটু রান করতে হবে: মাশরাফি


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে আড়াইশর নিচের রান কখনোই নিরাপদ নয়। জয়ের জন্য তিনশর কাছাকাছি রান প্রয়োজন। কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতায় তা হয়ে উঠছে না। পাশাপাশি বোলাররা কনকনে ঠান্ডা আর তীব্র বাতাসের মাঝে নিজেদের কাজটুকু ঠিকঠাক করতে পারছেন না। ফলে, টানা দুই ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল ৩৩ বল বাকি থাকতে, এবার জিতেছে ৮৩ বল হাতে রেখে।

বিজ্ঞাপন

ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছে টপ অর্ডার। ম্যাচ শেষে মাশরাফির কণ্ঠেও সেই আক্ষেপ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করতে অন্তত ২৭০-২৮০ রানের পুঁজি প্রয়োজন।

ক্রাইস্টচার্চে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে অলআউট হয়। সফরকারীদের লড়াইয়ের জন্য পুঁজি ছিল ২২৬ রান। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাননি। ৩৬.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তাতে, প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও সেঞ্চুরি করেন ওপেনার মার্টিন গাপটিল।

প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক কোনো অজুহাত দিতে চাননি। এবারও না। আক্ষেপ নিয়ে তিনি জানান, ‘হ্যাঁ, এটা ছিল কঠিন একটি দিন। আমরা শুরুতে উইকেট হারিয়েছি। তেমন বড় কোনো জুটি গড়তে পারিনি। যেগুলো ৩০ রানের জুটি ছিল, সেগুলো ৬০ বা ৭০ রানের হলে ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারতো। এই দুই ম্যাচ থেকে নেওয়ার মতো আমাদের ইতিবাচক খুব বেশি কিছু নেই। দল হিসেবে আমাদের খেলতে হবে। আমাদের টপ অর্ডারকে আরেকটু রান করতে হবে। আমরা এখানে ২২০-২৩০ রান করছি, লড়াই করতে হলে অন্তত ২৭০-২৮০ রান করতে হবে।‘

বিজ্ঞাপন

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ব্যাক টু ব্যাক ফিফটি করেছেন, ১৫ ওয়ানডের ক্যারিয়ারে চতুর্থ ফিফটি। আর বল হাতে ৯ ওভারে ৪২ রান খরচায় দুটি উইকেটই নিয়েছেন মোস্তাফিজ। ম্যাচ শেষে মাশরাফি এই দুজনের কথাও বললেন আলাদা করে, ‘মিঠুন আজও ভালো করেছে। মোস্তাফিজও ভালো বোলিং করেছে।’

নেপিয়ার আর ক্রাইস্টচার্চ ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাতে শেষ ম্যাচের আগেই মাশরাফির দল সিরিজ হেরে গেছে। আগামী বুধবার (২০ ফেব্রুয়ারি) ডানেডিনে হোয়াইটওয়াশড হওয়া এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এমআরপি

ওয়ানডে সিরিজ বাংলাদেশ-নিউজিল্যান্ড মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর