১৫ সেকেন্ডের ঝামেলায় সমালোচিত ডারবান টেস্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৩
।। স্পোর্টস ডেস্ক ।।
ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম আনা হয়েছিল ভুল সিদ্ধান্তকে কিছুটা কমিয়ে আনার জন্য। এখন এই সিস্টেমের যাতাকলে পিষ্ট হচ্ছে ক্রিকেটাররা। আজ যেমন দেখা গেল দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে। ডিআরএসের অদ্ভূত নিয়মের মারপ্যাঁচে উইকেট বঞ্চিত হয়েছেন লঙ্কান বোলার বিশ্ব ফার্নান্দো।
ডারবানের কিংসমিডে আগে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারে বিশ্ব ফার্নান্দো নিজের চতুর্থ বলে বিদায় করেন ওপেনার ডিন এলগারকে। এক বল পরেই হাশিম আমলাকে এলবির ফাঁদে ফেলেন তিনি। তবে, ফিল্ড আম্পায়ার আলিম দার প্রোটিয়াদের আবেদন নাকোচ করে দেন। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে রিভিউ চেয়েছিলেন। সেটিও নাকোচ করে দেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার।
এতে বেশ হতাশ হয় লঙ্কানরা। আম্পায়ারদের পক্ষ থেকে জানানো হয়, রিভিউ নেওয়ার জন্য যে সময়সীমা বেধে দেওয়া থাকে তার থেকে বেশি সময় নিয়েছেন লঙ্কান দলপতি। দিমুথ করুনারত্নে বোলার বিশ্ব ফার্নান্দো এবং সতীর্থদের সঙ্গে কিছুটা আলোচনা করেই রিভিউয়ের আবেদন করেছিলেন। আলিম দারের মতে সেটি ১৫ সেকেন্ডের বেশি সময় হওয়ায় লঙ্কানদের রিভিউটি যথাযথ নিয়ম মানেনি।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সেকশন ৩.২.২ অনুযায়ী কোনো টেস্ট ম্যাচে রিভিউ নেওয়ার সময় ১৫ সেকেন্ড। সময় শুরু হয় বল ডেড কল হওয়ার পর থেকে। কিন্তু মাঠের আম্পায়াররা যদি মনে করেন ১৫ সেকেন্ডের বেশি সময় নিয়েছে ফিল্ডার কিংবা ব্যাটসম্যান, সেক্ষেত্রে রিভিউ অটোমেটিক বাতিল বলে ঘোষণা হয়। রিভিউর ওই ধারায় আরও বলা আছে, ‘যদি ১০ সেকেন্ডের মধ্যে রিভিউর সিদ্ধান্ত না নেওয়া হয় তবে বোলিং প্রান্তে থাকা আম্পায়ার খেলোয়াড়দের একবার অভিহত করবে সময়ের ব্যাপারে এবং খেলোয়াড় এরপরই চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে।’
কিন্তু আলিম দারকে শ্রীলঙ্কা দলের কাউকে সময়ের ব্যাপারে অভিহত করতে দেখা যায়নি ১০ সেকেন্ডের পরও। সময় পার হয়ে গেছে কি না এ সিদ্ধান্ত নেওয়ার ভার আলিম দারের ছিল না। ছিল টিভি আম্পায়ার ইয়ান গোল্ডের। কিন্তু আলিম দার নিজেই সিদ্ধান্ত নিয়ে সেটি জানিয়ে দেন।
১৫ সেকেন্ডের মারপ্যাঁচে লঙ্কানরা হাশিম আমলার উইকেট বঞ্চিত হয়। যদিও আমলা ইনিংস বড় করতে পারেননি, মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। উইকেট মিসের সেই ডেলভারির পর ম্যাচের ধারাভাষ্যকাররা সে সময় বলতে থাকেন, লঙ্কানরা ১৩ সেকেন্ডের কিছু বেশি নিয়েছে (১৩.৭৯ সেকেন্ড)। সেটি দেখানো হয় সুপারস্পোর্টস ব্রডকাস্টার এর পক্ষ থেকে। একই সাথে দেখানো হয়েছিল আমলার হকআই, যেখানে তিনটি পজিশনেই লাল দাগ উঠেছিল।
এখানেই শেষ নয়। ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন আমলা। সুরাঙ্গা লাকমলের বলে কুশল মেন্ডিস আমলার তুলে দেওয়া বল স্লিপে দাঁড়িয়ে তালুবন্দি করেন। এবার স্ট্রাইকিং প্রান্তে ছিলেন আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো। তিনি আউট ঘোষণা না করলে এবার সঙ্গে সঙ্গেই রিভিউ চেয়ে বসে লঙ্কানরা। তাতে কিছুটা ক্ষোভ দেখা দেয় লঙ্কান ফিল্ডারদের মাঝে। এবার টিভি আম্পায়ার ইয়ান গোল্ড ডেলিভারি চেক করে আউট বলে ঘোষণা দেন। আমলা ফেরেন ৩ রান করে।
এ সময় জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার মাইক হোল্ডিং বলে বসেন, এটা আউট না হলে আমি ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের দিকে রওয়ানা দিতাম। এই টেস্টটি শুরু হয়েছে আম্পায়ারদের ভুলের মধ্যদিয়ে। প্রথমে ১৫ সেকেন্ডের অযুহাত দেখলাম, পরে দেখলাম ১৩ সেকেন্ড! আবার দেখলাম নিশ্চিত আউটের জন্যও শ্রীলঙ্কাকে রিভিউয়ের আবেদন করতে হচ্ছে। একটি সফট আউটের সিগনাল কেন নট-আউট হবে, কেন রিভিউ নিয়ে ঝামেলা পোহাতে হবে?
সমালোচনার শেষ হয়নি। ২৭তম ওভারে শ্রীলঙ্কার পক্ষে ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন ক্যাটেলবোরো। লাকমালের বল কুইন্টন ডি ককের আর্ম গার্ড স্পর্শ করে উইকেটরক্ষক নিরোশান দিকওয়েলার গ্লাভসে জমা পড়ে। তবে, বলটি ঠিকঠাক নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিকওয়েলা। অথচ আম্পায়ার আউট বলে ঘোষণা করেন। রিভিউ নিয়ে তবেই সিদ্ধান্ত বদলাতে হয়েছে ডি কককে।
সারাবাংলা/এমআরপি