Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত পোহালেই মাশরাফিদের কঠিন পরীক্ষা


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ব্যক্তিগত অর্জন ছাড়া নিউজিল্যান্ড সফর থেকে আর কিছুই পায়নি বাংলাদেশ। সিরিজ জয় দূরে থাক, ২০০৭ সাল থেকে আজ অব্দি তিনবার তাসমান সাগরের দেশ সফরে গিয়ে একটি ম্যাচেও জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পারেনি লাল সবুজের দল। এবার কী সেই বিস্মৃতি ঘুঁচিয়ে বীরত্ব গাথা নিয়ে নিয়ে দেশে ফিরবে মাশরাফি বাহিনী? বলা মুশকিল। কেননা বুধবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় নেপিয়ারে শুরু হওয়া সিরিজটি নিয়ে দেশ ছাড়ার আগে কঠিন চ্যালেঞ্জের আভাস দিয়ে গেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

বিজ্ঞাপন

তার পেছনে কারণ অবশ্য দুটি। প্রথমটি দলের অন্যতম প্রধান সেনানি সাকিব আল হাসান নেই। আর দ্বিতীয়টি, কিউদের বিরুপ কন্ডিশন। যা দলপতি মাশরাফিকে বারবারই নিজেদের পশ্চাতপদতা মনে করিয়ে দিচ্ছে এবং সিরিজটিকে করে তুলেছে কঠিন থেকে কঠিনতর।

‘এটাতো আর বলার অপেক্ষা রাখে না সাকিব কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকবার সাকিব ছাড়া খেলতে গিয়েছি আমাদের কঠিন অভিজ্ঞতা হয়েছে। খুব বড় চ্যালেঞ্জ ছিলো, তারপর সাকিবকে হারানো আরো বেশি চ্যালেঞ্জ হয়ে গেল।’

এমতাবস্থায় একটি জায়গায় স্বস্তি হাতড়ে ফিরছেন লাল সবুজের এই দলপতি। সেটা হলো এশিয়া কাপের অভিজ্ঞতা। আপনাদের মনে আছে নিশ্চয়ই সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন দুই টাইগার পারফর্মার; সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু অবিশ্বাস্যভাবে তাদের ছাড়াই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলো কোচ স্টিভ রোডসের শিষ্যরা। সেই স্মৃতিই মাশরাফিকে আসন্ন এই লড়াইয়ে আশাবাদী করে তুলছে।

বিজ্ঞাপন

‘তারপরেও যারা আছে, তাদেরকে নিয়ে এশিয়া কাপেও এই চ্যালেঞ্জ নিয়ে খেলেছি। অতএব আমার ইতিবাচক চিন্তা করেই মাঠে খেলতে হবে।’

কিন্তু নিউজিল্যান্ড ও বাংলাদেশের ওয়ানডে দ্বৈরথের পরিসংখ্যানের দিকে তাকালে মাশরাফির এমন ইতিবাচক ভাবনাকে স্পর্ধা বলেই মনে হবে। রঙিন পোশাকে এর আগে ৩১ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ২১টি ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড, আর বাংলাদেশ জিতেছিল ১০টি ম্যাচে। জয় পাওয়া ১০ ম্যাচের ৮টিই এসেছে দেশের মাটিতে। আর বাকি দুটি জয়ের একটি ছিল ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে আর অপরটি কার্ডিফে চ্যাম্পিয়নস ট্রফিতে।

বলা বাহুল্য দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের শেষ হাসিটি হেসেছিলো বাংলাদেশই। কার্ডিফের সেই সুখস্মৃতি মাশরাফিরা এবার নেপারিয়ারে ফেরাতে পারলে নিঃসন্দেহে সেটা হবে দারুণ কিছু।

তবে এই ক্ষেত্রে সফরকারীদের হতাশ করে দিতে পারে ভারতের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে সফরকারী ভারত কাঙ্খিত জয় তুলে নিলেও টি-টোয়েন্টিতে সিরিজ খুঁইয়েছে ২-১ ব্যবধানে। বলার অপেক্ষাই রাখছে না এতে দারুণ উজ্জীবিত ও আত্মবিশ্বাসী কিউরা। দগদগে সেই আত্মবিশ্বাসের আগুনে এবার লাল সবুজের পুড়ে খাঁক হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

সারাবাংলা/এমআরএফ/এসএন

ওয়ানডে নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর