Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই তাইজুলের কাছেই ফিরে যাচ্ছে বিসিবি


১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করে রঙিন পোষাকে নিজের দাপুটে আগমনি বার্তা দিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু টিম ম্যানেজমেন্টের অদূরদর্শী সিদ্ধান্ত ও নতুনদের নিয়ে পরীক্ষা নীরিক্ষার ডামাডোলে এই ফরম্যাটে তাইজুল হয়ে উঠলেন অনিয়মিত। অনিমিয়তি না বলে অপাঙতেয় বলাটাই বোধ হয় অধিক যুক্তিযুক্ত হবে। ভাগ্যের কী নির্মম পরিহাস! নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে, সেই অপাংতেয় তাইজুলের কাছেই ফিরে যেতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।

বিজ্ঞাপন

কেন অপাঙতেয় বলছি? ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত এই বাঁহাতি স্পিনার আজ অব্দি মাত্র ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে সবশেষ তাকে বল হাতে দেখা গেয়েছে ২০১৬ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। রঙিন পোষাকে দিনের পর দিন অবজ্ঞা অবহেলায় আজ তিনি অলিখিত টেস্ট স্পেশালিস্ট।

এই টেস্ট স্পেশালিস্টকেই এখন ওয়ানডে সিরিজে ফেরাতে টিম ম্যানেজমেন্টর যত পরিকল্পনা। সদ্যসমাপ্ত বিপিএলের ফাইনালে বাঁহাতের তর্জনিতে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লাল সবুজের লড়াকু সৈনিক সাকিব আল হাসান। তার বদলি হিসেবে একজন বাঁহাতি স্পিনার খুঁজছে টাইগার ম্যানেজমেন্ট। ‍যেখানে সর্বাগ্রে বিবেচিত তাইজুল। ঘুরে ফিরে তার নামটিই আসছে সবার আগে।

কারণটিও পরিষ্কার। সাকিবের বদলি হিসেবে একজন বাঁহাতি স্পিনার আজও তারা প্রস্তুত করতে পারেনি! আরাফাত সানি ছিলেন কিন্তু হারিয়ে গেছেন। মোশাররফ হোসেন রুবেলও তাই। যদিও তার খেলা ম্যাচের সংখ্যা আরাফাত সানির তুলনায় খুবই কম। যা হোক বিষয়টি বিবেচনায় রেখে তরুণ সানজামুল ইসলামকে গড়ে তোলা হয়েছিলো। কিন্তু অজানা কোন কারণে তিনিও দৃশ্যপট থেকে উধাও।

বিজ্ঞাপন

আরেক বাঁহাতি নাজমুল ইসলাম অপুকে বেশ কয়েকটি সিরিজে খেলানো হলো। কিন্তু তার খরুচে বোলিং টিম ম্যানেজমেন্টের আস্থা হারিয়েছে। কাজেই তাইজুলের কাঁধেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

চ্যালেঞ্জটি অবশ্য তাইজুল নিতেই পারেন। ওয়ানডে সিরিজে কিউদের বিপক্ষে পারফর্ম করে সাদা পোষাকের অনুরুপ রঙিন পোষোকেও লাল সবুজের দলে অপরিহার্য হয়ে উঠতে পারেন।

তবে তার দলে যোগ দেয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। সোমবার (১১ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডে অধিনায়ক মাশরাফি ও হেড কোচ স্টিভ রোডস আলোচনায় বসবেন। আলোচনা শেষে জানাবেন দলে তাইজুলের প্রয়োজনীতা আদৌ আছে কী না। থাকলে দু’একদিনের মধ্যেই বিমানে চাপবেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

সারাবাংলা/এমআরএফ/এসএন

ওয়ানডে তাইজুল ইসলাম স্পিনার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর