Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাটলার-স্টোকসে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৮

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ও শেষ টেস্টে মাঠে ইংল্যান্ড। এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়লেও শেষ পর্যন্ত বেন স্টোকস ও জস বাটলারের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারিরা।

সেন্ট লুসিয়ায় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ টেস্টে মাঠে নামে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১০৭ রানেই ৪ উইকেট হারায় ইংলিশরা। ওপেনার ররি বার্নস ২৯ ও কিটন জেনিংস ৮ রানে ফেরেন। এছাড়াও ডেনলি ২০ এবং অধিনায়ক জো রুট ফেরেন ১৫ রান করে।

তবে এরপর দলের হাল ধরেন জশ বাটলার ও বেন স্টোকস। শেষ পর্যন্ত ৬৭ রানে বাটলার ও স্টোকস ৬২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। পঞ্চম উইকেটে এখন পর্যন্ত দুজনের জুটি থেকে এসেছে ১২৪ রান।

উইন্ডিজদের হয়ে দুটি উইকেট এন কিমো পল। আর একটি করে উইকেট নেন শেনন গেব্রিয়েল ও জোসেপ।

সারাবাংলা/এসএন

ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর