Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ফাইনাল দেখছেন আইসিসি চেয়ারম্যান


৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিপিএল ষষ্ঠ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে সস্ত্রীক উপস্থিত হয়েছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। উপস্থিত আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির ঊর্ধ্বোতন কর্মকর্তারাও।

শুক্রবারের (৮ ফেব্রুয়ারি) এই শিরোপা লড়াইয়ে সাকিবের ঢাকা ডায়নামাইটসকে মোকাবেলা করছে ইমরুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিসিবি সভাপতির আমন্ত্রণে গেল ৬ ফেব্রুয়ারি (বুধবার) তিন দিনের বাংলাদেশ সফরে আসা মনোহর বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতি সৌধে ৭১ এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই দিন সন্ধ্যায় তার সম্মানে সংবার্ধণা অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি।

তিন দিনের সফর শেষে ৯ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা ছেড়ে যাবেন আইসিসি চেয়ারম্যান।

সারাবাংলা/এমআরএফ/এসএন

আইসিসি চেয়ারম্যান বিপিএল ২০১৯ শশাঙ্ক মনোহর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর