Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ফাইনালে দর্শকদের আশা-হতাশা


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

শের-ই-বাংলার ১ নাম্বার গেইটের উল্টো দিকে রাফি নামের এক তরুণ দাঁড়িয়ে। মলিন মুখ ও কাতর চোখে স্টেডিয়ামের দিকে তাকিয়ে আছেন। সাকিব, তামিমদের দ্বৈরথ দেখতে আসা হাজারো দর্শকের আনা গোনা দেখছেন। দর্শকদের সরব উপস্থিতি, উল্লাস ও উচ্ছ্বাসে মিরপুর হোম অব ক্রিকেট প্রাঙ্গনে আনন্দের হিল্লোল খেলে যাচ্ছে। কিন্তু তার হৃদয়ে কেবলই হাহাকার। যেন পরম আকাঙ্খিত কিছু না পাওয়ার বেদনায় মুহ্যমান এই ক্রিকেট প্রেমী।

বিজ্ঞাপন

কেননা শুক্রবারের (৮ ফেব্রুয়ারি) বিপিএল ফাইনালের মহারণে দর্শকদের এই লম্বা লাইনে তারও শামিল হওয়ার কথা ছিলো। আশায় বুক বেধেছিলেন, গ্যালারিতে বসে বিপিএল ষষ্ঠ আসরের হাইভোল্টেজ ফাইনালের উত্তাপ নেবেন। কিন্তু হয়নি। চার’শ টাকার টিকিট কিনতে গিয়েছিলেন সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। গিয়ে দেখেন ১ হাজার নিচে কোন টিকিটি সেখানে নেই।

অগত্যা একরাশ হতাশা নিয়ে ফিরে এসেছেন ভেন্যু চত্বরে। এখানেও তার তৎপরতারি কমতি ছিলো না। তন্ন তন্ন করে চার’শ টাকা দামের টিকিট খুঁজছেন, পাননি। উপায়ন্তর না দেখে বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ‘আমার কাছে ৪’শ টাকাই আছে। কিন্তু বুথে গিয়ে দেখি সব টিকিটের দামই ১ হাজার টাকা। স্টেডিয়াম এলাকায় এসেও খুঁজলাম। পাই নি। কি আর করা? বাসায় চলে যাবো।’

জীবনের কী আশ্চর্য্য বৈপরীত্ব! রাফি এবং তার মতো অনেকেই যখন একটি টিকিটের অভাবে বাসায় ফিরে যেতে উদ্যত হয়েছেন ঠিক তখনই সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ও ঢাকা ডায়নামাইটসের জার্সি পরে, মুখে দলের পতাকা এঁকে প্রিয় খেলোয়াড়দের নাম লিখিয়ে সমর্থকেরা হৈচৈ করছেন।

বিজ্ঞাপন

নির্ধারিত দামেই সবাই টিকিট পেয়েছেন। তাই কারো ভেতরই রোমাঞ্চের কমতি নেই। গ্যালারিতে বসে বিপিএল ফাইনাল দেখবেন, তাই তাদের ক্রিকেটীয় সত্বায়ও খেলে যাচ্ছে অদ্ভুত এক শিহরণ। তামিম, লুইস, আফ্রিদি, পেরেরার ব্যাটে দ্বিতীয়বারের মতো ভিক্টোরিয়ানসরা শিরোপা ঘরে তুলবে সেই স্বপ্নে বিভোর ভিক্টোরিয়ান্স ভক্তরা।

‘আমরা একটি ভালো দেওয়ার মাধ্যমে ঢাকাকে হারাবো। আমাদের বুমবুম আফ্রিদি আছে, এভিন লুইস আছে, তামিম আছে। একটি দলে বড় থাকলে তারা না খেলতে পারলেও তাদের দেখে অন্য খেলোয়াড়রা শক্তি পায়। অবশ্যই কুমিল্লা জিতবে।’

এমনই আশা হাতাশার সংমিশ্রনে কিছুক্ষণ বাদেই মাঠে গড়াবে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল। টিকিট না পাওয়ার হতাশা নিয়ে বাসায় ফিরে গেছেন রাফি। আর এই ভক্তরা টিকিট পেয়ে উল্লাসিত চিত্তে গ্যালারিতে বসে কুমিল্লার দ্বিতীয় জয়ের স্বাক্ষী হতে চান। জীবনের দর্শন বোধ হয় এমনই।

সারাবাংলা/এমআরএফ/এসএন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর