Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফ-শেখ রাসেল ম্যাচে চার মিনিটের রোমাঞ্চ


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৩

।। স্পোর্টস করেপসন্ডেন্ট।।
ঢাকাঃ ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে নি সাইফ স্পোর্টিং ক্লাব। শেখ রাসেল অ্যাওয়ে ম্যাচে পূর্ণ পয়েন্ট না হলেও পয়েন্ট নিয়ে ফিরেছে। রঙ বদলানো সেই চার মিনিটেই ম্যাচের রোমাঞ্চ ছিল তুঙ্গে। যদিও শেষে দুই দল ফিরেছে এক পয়েন্ট নিয়েই।

শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

বিজ্ঞাপন

এর আগে এই আসরের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে আরামবাগের কাছে হেরে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয়ের ধারায় ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে টানা তিন ম্যাচে আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া দু’দলই গোল আদায় করে নিয়েছে দ্বিতীয়ার্ধে। সাইফ শিবিরে আঘাতটা প্রথম আনে টিটুর শিষ্যরা।

ম্যাচের ৮০ মিনিটে কর্নার থেকে লিড নেয় শেখ রাসেল। আলেক্স রাফায়েলের প্রথম কর্নার কিক রুখে দিলে ফিরতি কর্নারে হেডে গোল করেন আলিসার আজিজব।

তার মিনিট পরেই সাইফের সমতায় ফেরা। দলীয় ফুটবলের যেন একটি নিদর্শন। ডিফেন্ডার থেকে বল আক্রমণভাগে। ডি বক্সের বাইরে থেকে পার্ক সিউংয়ের বাড়ানো পাস থেকে সিক্স ইয়ার্ডের ভেতর থেকে ডেইনার কর্দোবা পা ছুঁয়ে দিলেই বোকা বনে যান শেখ রাসেলের গোলরক্ষক রানা। বল মুহূর্তের মধ্যে জালে। মাটিতে শুয়ে স্লাইড শটে বল জালে জড়ান এই কলম্বিয়ান।

এরপরে ৮৯ মিনিটেও দারুণ সুযোগ তৈরি করে ম্যাকেন্সট্রির শিষ্যরা। ডান প্রান্ত থেকে বল ঠিক ফাঁকায় থাকা পার্ক সিউংয়ের মাথায় রাখতে পারেন নি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দু’দল। তবে এ ম্যাচে না হেরে টানা চার ম্যাচে অপরাজিত থাকলো শেখ রাসেল।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে শেখ রাসেল। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে সাইফ স্পোর্টিং ক্লাব।

সারাবাংলা/জেএইচ

শেখ রাসেল সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর