Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউই মিশনে গেল ৮ টাইগার


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেকে সামনে রেখে প্রথম ধাপে দেশ ছেড়েছেন ৮ টাইগার সদস্য। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান ও লিটন কুমার দাশ।

বিজ্ঞাপন

সফরে টিম ম্যানেজমেন্টর পক্ষ থেকে ছিলেন হেড কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনিল যোশি, ফিজিও তিহান চন্দ্র মোহন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন নিজ নিজ দেশ থেকে দলের সঙ্গে যোগ দেবেন।

দ্বিতীয় ধাপের ৭ ক্রিকেটার রওনা হবেন বিপিএল ফাইনালের পরদিন, ৯ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় পাচ্ছেন বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালের আগে ছিটকে যাওয়া দল গুলোর প্লেয়াররা। প্লে অফে উঠতে পারেননি এমন তিন দলের ওয়ানডে স্কোয়াডে যারা আছেন এবং এলিমিনেটর ম্যাচে যারা হেরেছেন সেই দলের ক্রিকেটাররাই মূলত এদিন নিউজিল্যান্ডের বিমান ধরেছেন।

আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানোডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি শুরু হবে ৮ মার্চ বেসিন রিজার্ভে। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৬ মার্চ হ্যাগলি ওভালে গড়াবে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিজ্ঞাপন

টাইগার নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ মুশফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর