বিপিএলে সেয়ানে সেয়ানে লড়াই আজ
৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৭
।। স্পোর্টস ডেস্ক ।।
আরো একটি ‘বিগ ম্যাচ’ অপেক্ষা করছে বিপিএল দর্শকদের জন্য। তবে সেই অপেক্ষার সময়টা কয়েক ঘণ্টার। বুধবার (৬ ফেব্রুয়ারি) আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফারার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
চলতি বিপিএলে তৃতীয়বারের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হচ্ছে সাকিবের দল ঢাকা। এর আগে দু’বারের মুখোমুখিতে একটি করে ম্যাচ জিতেছে দু’দল। প্রথম ম্যাচে ঢাকা জিতেছে মাত্র ২ রানে। আর দ্বিতীয়টিতে এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি আর অ্যালেক্স হেলসের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ম্যাচ জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তবে ঢাকার সামনে বেশ স্বস্তির খবর হতে পারে দুই মারকুটে ব্যাটসম্যান হেইলস ও ডি ভিলিয়ার্সের দেশে ফিরে যাওয়া। লিগ পর্বে ঢাকার বিপক্ষে রংপুরকে দাপুটে জয় এনে দিয়েই দেশে ফিরে গেছেন এই দুই মারকুটে ব্যাটসম্যান।
তবে দুই মারকুটে ব্যাটসম্যান দেশে ফিরলেও রাইলি রুশো আর টি-টোয়েন্টির রাজা খ্যাত ক্রিস গেইল আছেন রংপুরের অন্যতম ব্যাটিং অস্ত্র হিসেবে। কিন্তু চলতি বিপিএলে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি গেইল। যেটা হতে পারে ঢাকার জন্য ভয়ঙ্কর কিছু।
অবশ্য এই ম্যাচ সামনে রেখে গেইলকে আতঙ্ক হিসেবেই মনে করছেন ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে ডায়নামাইটস কোচ বলেন, ‘গেইল রান না করা ভয়েরই কারণ। কেননা গত আসরের ফাইনালে তার সেঞ্চুরিই আমাদের পেছনে ফেলে দিয়েছিল। ক্রিস গেইল ইজ ক্রিস গেইল। তার আসলে তুলনা চলে না। সে কখন মারবে, কীভাবে মারবে এটা আসলে তারই ব্যাপার। ক্রিসকে (গেইল) নিয়ে আসলে আলাদাভাবে প্লান করার দরকার নেই। এখন হয়তো মারছে না। কাল (বুধবার) প্রথম বল থেকেই মারা শুরু করবে।’
গেল আসরের ফাইনালে গেইলের ৬৯ বলে তার ১৪৬ রানের টর্নেডো ইনিংসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিলো রংপুর। এবারের ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শের-ই-বাংলায় আবারো গেইল ঝড় উঠলে আবার লন্ডভন্ড হয়ে যাবে ঢাকা। আর রংপুর টানা দ্বিতীয়বারের মতো উঠে যাবে বিপিএলের ফাইনালে।
গেইল ছাড়াও রুশো আছেন ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে। চলতি বিপিএলে ১২ ইনিংসে ১ সেঞ্চুরি আর ৫টি অর্ধশতকসহ ৫৫৮ রান করে এই ব্যাটসম্যান আছেন চলতি আসরের রান সংগ্রাহকের তালিকার শীর্ষে।
শুধু মারকুটে দুই ব্যাটসম্যানই নয়, দলকে টেনে নিচ্ছেন কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। বল হাতে তিনি ছাড়াও আছেন ফরহাদ রেজা, শফিউল ইসলাম আর নাজমুল ইসলাম অপুরা।
অন্যদিকে, ঢাকা দলের নেতৃত্বে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে বলে উজ্জল এই অলরাউন্ডারের সঙ্গে দলের ব্যাটিং অস্ত্র হিসেবে আছেন হজরতউল্লাহ জাজাই, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল আর কাইরন পোলার্ডদের মতো তারকারা। এই দলের বোলিং অস্ত্র হিসেবে থাকছেন রুবেল হোসেন, কাজী অনিক, পোলার্ড, রাসেলরা।
তাই বলাই যায়, সেয়ানে সেয়ানে লড়াই দেখবে বিপিএলের দর্শকরা।
সারাবাংলা/এসএন
ঢাকা ডায়নামাইটস দ্বিতীয় কোয়ালিফায়ার বিপিএল ২০১৯ মাশরাফি বিন মর্তুজা রংপুর রাইডার্স সাকিব আল হাসান