Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যু ক্যাম্পে অন্যরকম প্রতিবাদ জানাবে কাতালানরা


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে বার্সালোনা। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এই ম্যাচে গ্যালারিতে অন্যরকম এক প্রতিবাদ জানাবে কাতালানরা।

২০১৭ সালের অক্টোবরে সরকারি অনুমতি ছাড়া স্বাধীনতার পক্ষে গণভোট নেওয়ায় কাতালান রাজনীতিবিদরা গ্রেফতার হন। এরপর গত বছরের এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচে হলুদ বেলুন উড়িয়ে জেলে থাকা কাতালান নেতাদের মুক্তির দাবি জানিয়েছিল বার্সেলোনা সমর্থকরা। তবে এরপর মাঠে কোনো ধরনের রাজনৈতিক বার্তা বহন করার ব্যাপারেও সতর্ক হওয়ার কথা জানিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এবার ন্যু ক্যাম্পে আবারো প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কাতালুনিয়ার আধিবাসীরা।

কিন্তু রাজনৈতিক বার্তা বহন করে উয়েফা ডিসিপ্লিনারি ভঙ্গ করলে শুধু জরিমানাই নয়, শাস্তির মুখেও পড়তে পারে বার্সা।

কাতালানদের স্বাধীনতার আন্দোলন চলে আসছে অনেক আগ থেকেই। বন্দি হওয়া রাজনীতিবিদদের মুক্তির দাবিতে এবার ন্যু ক্যাম্পের গ্যালারিতে এল ক্লাসিকোর ম্যাচে হলুদ বেলুন ও পতাকা ব্যবহারের কথা জানিয়েছে ‘কমিটি ফর দ্য ডিফেন্স অব দ্য রিপাবলিক বার্সেলোনা (সিডিআর)’।

সিডিআর এর একজন সদস্য বলেন, ‘চলুন, কাতালান পতাকা দিয়ে গ্যালারি পূর্ণ করি। আমাদের উচিৎ পতাকা ব্যবহার করে নিজেদের স্বাধীনতা পাওয়ার আগ্রহ দেখানো। আমাদের বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির জন্যও প্রতিবাদ করতে হবে। আমাদের উচিৎ রিয়াল মাদ্রিদ ও তাদের খেলোয়াড়দের জন্য একটা বৈরী পরিবেশ সৃষ্টি করা।’

তবে, ক্যাম্প ন্যু’তে পতাকা আর বেলুনে পরিপূর্ণ গ্যালারি দেখতে অপেক্ষায় থাকতে হবে কাতালুনিয়াবাসীর।

বিজ্ঞাপন

সারাবাংলায় আরো পড়ুন : হলুদ বেলুন উড়িয়ে বার্সার জরিমানা?

সারাবাংলা/এসএন

বার্সেলোনা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর