ওয়ানডে দলে শফিউল, টেস্টে এবাদত
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৮
।। স্পোর্টস ডেস্ক ।।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগেই জানানো হয়েছিল সদস্য সংখ্যা আরো একজন বাড়ানো হবে। দলে ফিরেছিলেন বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে বল হাতে কাঁপন ধরানো পেসার তাসকিন আহমেদ। তবে, নিজেদের শেষ ম্যাচে বাউন্ডারি সীমানায় ক্যাচ নিতে গিয়ে পায়ে আঘাত পান তাসকিন। নিউজিল্যান্ড সিরিজে যাওয়া হচ্ছে না তার।
নিউজ্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্টে সিরিজে চোটাক্রান্ত তাসকিন আহমেদের বিকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজে তার বদলি হিসেবে বল হাতে দেখা যাবে শফিউল ইসলামকে। আর টেস্টে তাসকিনের বদলি হিসেবে ডাকা হয়েছে এবাদত হোসেনকে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এব সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই পেসরের নাম ঘোষণা করা হয়েছে।
ওয়ানডে সিরিজে অভিজ্ঞ পেসার শফিউলকে সবশেষ বল হাতে দেখা গিয়েছিল ২০১৬ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে। তবে এবাদত হোসেনের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। বিপিএল চলতি আসের বল হাতে দারুণ ছন্দে ছিলেন রংপুর রাইডার্স পেসার শফিউল। ১২ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৬টি। আর এবাদত হোসেন সিলেট সিক্সার্সের ৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৫টি। মূলত, তাকে দলে ডাকা হয়েছে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের কারণে। কেননা বিসিএল এবং এনসিএলে গেল দুই বছর ধারাবাহিক পারফর্ম করে আসছেন তিনি।
১ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় তানসকিনের বাঁ পায়ের গোঁড়ালির লিগামেন্ট হালকা ছিঁড়ে যায়। চিকিৎসকের দেয়া পরার্শ অনুযায়ী আগামী তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। এতে করে নিউজিল্যান্ড সিরিজে তার ওয়ানডে খেলার সম্ভাবনা একেবারেই শেষ। জানা গেছে টেস্ট সিরিজেও তার ফেরার সম্ভাবনা নেই।
বিপিএলেরর চলতি আসরটা দুর্দান্তই কেটেছে তাসকিনের। ১২ ম্যাচ থেকে ২২ উইকেট শিকার করে সবার শীর্ষে আছেন এই সিক্সার্স ডানহাতি পেসার। বল হাতে এমন উড়ন্ত পারফরম্যান্সই তাকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ও ওয়ানডে দলে জায়গা করে দিয়েছিল।
আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানোডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি শুরু হবে ৮ মার্চ বেসিন রিজার্ভে। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৬ মার্চ হ্যাগলি ওভালে গড়াবে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি