Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে উঠতে আগুয়েরো এক হ্যাটট্রিক দূরে


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ের। সাউদাম্পটন, ব্লাকবার্ন রোভারস আর নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতে ৫৫৯ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ২৮৩টি। ইংলিশ লিগে ৪৪১ ম্যাচ খেলে গোল পেয়েছেন ২৬০টি। ইংলিশ লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এই ইংলিশ ফরোয়ার্ড। ১১টি হ্যাটট্রিক করেছেন তিনি।

১০টি হ্যাটট্রিক করে অ্যালান শিয়েরের পেছনেই অবস্থান নিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। সবশেষ আর্সেনালের বিপক্ষে সিটিজেনরা ৩-১ গোলে জিতেছে। সিটির তিনটি গোলই করেন আগুয়েরো। তাতে ইংলিশ লিগে দশমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পান এই আর্জেন্টাইন।

কদিন আগে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন আগুয়েরো। সেই ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতেছিল ৬-১ গোলের বিশাল ব্যবধানে। আর মাত্র একটি হ্যাটট্রিকেই আগুয়েরো বসবেন নিউক্যাসলের ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরের পাশে। ৯টি হ্যাটট্রিক করেছেন লিভারপুল, ম্যানচেস্টার সিটি, কার্ডিফ সিটির সাবেক গ্রেট রবি ফ্লাওয়ার। ৮টি করে হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের থিয়েরো অঁরি, ইংল্যান্ডের হ্যারি কেইন, মাইকেল ওয়েন। ৭টি হ্যাটট্রিক আছে ইংলিশ গ্রেট ওয়েইন রুনির। ৬টি হ্যাটট্রিক আছে বর্তমানে বার্সেলোনায় খেলা উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের।

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ের করেছেন ২৬০ গোল। ১৫৩ গোল করে এই তালিকায় আগুয়েরো আছেন আট নম্বরে। দুই থেকে সাতে আছেন যথাক্রমে ওয়েইন রুনি (২০৮), অ্যান্ডি কোল (১৮৭), ফ্রাঙ্ক ল্যামপার্ড (১৭৭), থিয়েরো অঁরি (১৭৫), রবি ফ্লাওয়ার (১৬৩) এবং জার্মাইন দেফো (১৬২)।

বিজ্ঞাপন

ইংলিশ লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ের জানালেন, আগুয়েরো দারুণ ছন্দে আছে। আর্সেনালের বিপক্ষে তার খেলা দেখেছি। সে তার সেরাটাই ঢেলে দিয়েছে। হ্যাটট্রিকের দিক দিয়ে খুব অল্প সময়ে সে দশটি হ্যাটট্রিক করে ফেলেছে। আমি বিশ্বাস করি আমার সর্বোচ্চ হ্যাটট্রিক টপকে যাওয়া আগুয়েরোর কাছে সময়ের ব্যাপার মাত্র। তার জন্য আগাম শুভেচ্ছা।

দ্বিতীয় সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক আগুয়েরো নিজের ফোকাসটা ধরে রেখেছেন দলের জয়ের দিকেই, এটা আমার জন্য খুব বড় সম্মানের। দশটি হ্যাটট্রিক করে ফেলেছি ভাবতে ভালো লাগছে। তবে, আমার ফোকাস অন্যদিকে। আমি সব সময়ই দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। দলের জয়টাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেখা গেল আমি মাঠে নেমে ২৫ সেকেন্ডের মধ্যেই গোল পেয়েছি কিন্তু ৯০ মিনিট শেষে আমরা হেরেছি। সেটা আমাকে ভীষণ কষ্ট দেবে।

আগুয়েরো প্রথম কোনো ফুটবলার যিনি ১৯২০ সালের পর ম্যানচেস্টার সিটির জার্সিতে আর্সেনালের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছেন। ইংলিশ সাবেক গ্রেট টমি ব্রোওয়েল ১৯২০ সালে গানারদের বিপক্ষে সিটিজেনদের জার্সি গায়ে হ্যাটট্রিক করেন। প্রায় ১০০ বছর পর সেটা করলেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো।

সারাবাংলা/এমআরপি

ইংলিশ প্রিমিয়ার লিগ সার্জিও আগুয়েরো হ্যাটট্রিক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর