Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফির ২০ রানের আক্ষেপ


৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএল ষষ্ঠ আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রংপুর রাইডার্স। মিরপুরের অভিতব্য উইকেটে লক্ষ্যটি আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। মাত্র ২ উইকেটের খরচায় ১৬৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভিক্টোরিয়ানসরা। তবে সংগ্রহটা যদি ১৭৫ বা ১৮৫ হতো তাহলে হয়তো ম্যাচের গল্প ভিন্ন হতে পারত বলে মনে করেন রংপুর দলপতি মাশরাফি বিন মুর্তজা।

বিজ্ঞাপন

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে তিনি একথা বলেন। মাশরাফি জানালেন, ‘ম্যাচের শেষ পর্যন্ত রুশো এবং বেনি হাওয়েল যেভাবে ব্যাটিং করেছে হয়তবা একটা মোট সংগ্রহে এসেছিলাম যেটা নিয়ে আমরা লড়তে পারতাম। কিন্তু তারপরও আমার যেটা মনে হয় রাত্রে তো উইকেট ভালো হয়। সেক্ষেত্রে আরও ১৫-২০ রান হলে ভালো হতো।’

মাশরাফির কথার সূত্র ধরেই যদি বলা হয়, ফাইনালের মিশনের এই ম্যাচটিতে বেনি হাওয়েল ও রাইলি রুশোর ৫৩ ও ৪৪ রানের ইনিংসটি বাদ দিলে বাকিরা সবাই ছিলেন নিষ্প্রভ। ব্যাটিং টর্নেডো ক্রিস গেইল নামের সুবিচার করতে পারেননি। ৪৬ রানের ইনিংস খেলেছেন সত্যি, কিন্তু সেজন্য তাকে বল খেলতে হয়েছে ৪৪টি। অপচয় ছাড়া আর কিছুই নয়।

আরেক ওপেনার মেহেদি মারুফ তো ১ রানেই ফিরে গেলেন। টপ অর্ডারের মোহাম্মদ মিঠুনের (৬) ব্যাটও কথা বলেনি । কাজেই পাওয়ার প্লেতে বড় একটি ধাক্কা খেয়েছে টম মুডি শিষ্যরা। যে ধাক্কা ম্যাচের শেষ পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। অধিনায়ক মাশরাফির কণ্ঠেও সেই আফসোস ঝড়তে দেখা গেল।

মাশরাফি যোগ করেন, ‘প্রথম ৬ ওভারে ৩৪ রান। এই ফরম্যাটে খুবই কঠিন। কারণ উইকেট যেমন ছিলো… যদি খারাপও থাকে সবাই চেষ্টা করে প্রথম ৬ ওভারে সর্বোচ্চ রান নেয়ার। তো ওইখানে আমরা ১০-১৫ রান পিছিয়ে গেছি।’

বিজ্ঞাপন

সেটাও ছিল লিগ পর্বে দুই ম্যাচেই পরাজিতদের কাছে হারের আরেক অনুঘটক। তবে তাতে এখনই আশাহত হওয়ার কোনো কারণ দেখছেন না ম্যাশ। বরং এই হারকে পুঁজি করে দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে ফাইনাল নিশ্চিত করার তীব্র আকাঙ্ক্ষা তার কথাতেই প্রতীয়মান হল।

রাইডার্স দলপতি জানালেন, ‘টুর্নামেন্টে এখনো আমরা খুব ভালোভাবেই আছি। কারণ এখনো একটা ম্যাচ আছে যেটা আমাদের জন্য সেমিফাইনাল। একটি ম্যাচই আছে। আর এই একটি ম্যাচ দিয়েই আমরা ফাইনালের জায়গায় যেতে পারি।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং মাশরাফির রংপুর রাইডার্স। গতবার ঢাকাকে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর