Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে দলই আসুক সমস্যা নেই: রুবেল


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

এলিমিনেটর ম্যাচে দাপুটে জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ঢাকা ডায়নামাইটস। বিপিএল চলতি আসরের লিগ পর্বে যে চিটাংয়ের বিপক্ষে দুই ম্যাচের একটিতেও জয়ের আনন্দে মাঠ ছাড়তে পারেনি, এলিমিনেটরে সেই দলটিকেই ৬ উইকেটের ব্যবধানে হারের গ্লানি দিয়েছে সাকিব আল হাসান ও তার দল। ভাইকিংসদের দেয়া ১৩৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে মাত্র ৪ উইকেটের খরচায়।

তাতে অবশ্য এখনই ফাইনাল নিশ্চিত হয়নি। সেই মিশনে আরো একটি বাধা অতিক্রম করতে হবে খালেদ মাহমুদ সুজন শিষ্যদের। বাঁচা-মরার সেই লড়াইয়ে যে দলই আসুক না কেন তুড়ি মেরে উড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে বসে আছে তিনবারের বিপিএল চ্যাম্পিয়নরা।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডায়নামাইটস পেসার রুবেল হোসেনের কথায় তেমনি ইঙ্গিত মিললো, ‘দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দলই আসুক সমস্যা নেই। এখন ডু অর ডাই ম্যাচ। জিততেই হবে এমন একটা ব্যাপার। যে দল আসুক বা না আসুক এটা দেখার সময় নাই।’

অথচ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশাজাগানিয়াই করেছিল বন্দরনগরীর দলটি। ক্যামেরুন দেলপোর্ট ও সাদমান ইসলাম অনীকের দায়িত্বশীল ব্যাটে পাওয়ার প্লেতে ১ উইকেটের খরচায় স্কোর বোর্ডে ৪২ রান যোগ করলেও চ্যালেঞ্জিং সংগ্রহের প্রবনতা দুজনের মধ্যেই দৃশ্যমান ছিল। কিন্তু অষ্টম ওভারে সেট ব্যাটসম্যান ডেলপোর্ট (৩৬) রান আউটের ফাঁদে পড়লে সেই প্রচেষ্টা অনেকটাই ফিঁকে হয়ে আসে।

এরপর দশম ওভারে এসে সুনিল নারাইনের আঘাতে ভাইকিংস অধিনায়ক মুশফিক (৮ রান) ক্রিজছাড়া হলে দলের বড় সংগ্রহ দূরের বাতিঘরে পরিণত হয়। ধারণা করা হচ্ছিলো মারকুটে রবার্ট ফ্রাইলিংক বুঝি হাল ধরে দলকে পথ দেখাবেন। না, তাও হয়নি। ব্যক্তিগত ১ রানে নারাইন তাকে শুভাগত হোমের ক্যাচে পরিণত করলে দলীয় সংগ্রহ ১৩৫ রানই হুমকির মুখে পড়ে।

বিজ্ঞাপন

৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন নারাইন। কম যাননি সাকিবও। উইকেট পাননি সত্যি। তবে করেছেন দারুণ হিসেবি বল। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করেছেন এই ডায়নাইটস অধিনায়ক। এই দুজনের ‘কিপ্টে’ বোলিংই ম্যাচের বাঁক বদল করে দিয়েছে বলে মনে করেন রুবেল, ‘আমার মনে হয় প্রথম দিকে ওরা কুইক রান করে ফেলেছিল। আমাদের মিডলওভারে সাকিব ভাই, নারাইন চমৎকার তিন চারটা ওভার করেছে। আমার কাছে মনে হয়ছে এটাই আমাদের টার্নিং পয়েন্ট।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স অথবা কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ঢাকা ডায়নামাইটস বিপিএল ২০১৯ রুবেল হোসেন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর