জয়ের জন্য ঢাকার টার্গেট ১৩৬
৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯
।। স্পোর্টস ডেস্ক ।।
বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচে হেরে যাওয়া দল আসর থেকে সরাসরি ছিটকে যাবে, এমন সমীকরণ সামনে নিয়েই মাঠে নেমেছে দু’দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে চিটাগং। জয়ের জন্য ঢাকার দরকার ১৩৬ রান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় চিটাগং। রুবেল হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৮ রানে ফেরেন ওপেনার ইয়াসির আলী। এরপর আরেক ওপেনার ক্যামেরন দেলপোর্ট এগুতে থাকেন সাদমান ইসলামকে সঙ্গে করে। তবে দলীয় ৫৬ রানে রানআউট হয়ে ব্যক্তিগত ৩৬ রানে ফেরেন দেলপোর্ট।
এরপর মুশফিকুর রহিম ৮, সাদমান ইসলাম ২৪, দাসুন শানাকা ৭ ও ফ্রাইলিঙ্ক ১, ও ভিলজোন ১ রান করে ফেরেন। তবে একদিক থেকে দলের হাল ধরার চেষ্টা করেন মোসাদ্দেক হোসেন। নাঈম হাসানকে সঙ্গে করে ব্যাটে ঝড় তোলেন তিনি। শেষ পর্যন্ত ইনিংসসর্বোচ্চ ৪০ রান করে রানআউট হয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। নাঈম হাসান ৬ ও আবু জায়েদ ১ রানে অপরাজিত থাকেন।
ঢাকার হয়ে ৪ ওভারে ১৫ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন সুনীল নারাইন। আর ১টি করে উইকেট নেন রুবেল হোসেন ও কাজী অনিক।
বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোলবিডি।
ঢাকা ডায়নামাইটস একাদশ :
উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), কিয়েরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, কাজী অনিক ও রুবেল হোসেন।
চিটাগং ভাইকিংস একাদশ :
ইয়াসির আলী, ক্যামেরন দেলপোর্ট, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, দাসুন শানাকা, রবি ফ্রাইলিঙ্ক, হার্ডাস ভিলজোন, নাঈম হাসান, আবু জায়েদ ও খালেদ আহমেদ।
সারাবাংলা/এসএন