Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের বর্তমান স্কোয়াডের সেরা বেনজেমা


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৭

।। স্পোর্টস ডেস্ক ।।

চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যাকে ম্যাচে বল বানিয়ে দেওয়াই ছিল ফরাসি তারকা করিম বেনজেমার আসল কাজ। ফরমেশনে রিয়াল কোচরা যতই কারিকুরি করুক না কেন, বেনজেমা যেন রোনালদোর ছায়াতেই ছিলেন। গোল করতে প্রায় ভুলেই গিয়েছিলেন। তবে, রোনালদো, বেলদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘বিবিসি’ নামের বিশ্বসেরা এক আক্রমণভাগ।

বিজ্ঞাপন

রোনালদোকে ছাড়া এই মৌসুমের শুরুতে বেনজেমা গোল পেতে থাকেন। এরপর বার বার কোচ পরিবর্তনের মতো বেনজেমাও পাল্টে যেতে থাকেন। প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজতেই ভুলে যান। কম সমালোচনা হয়নি এই ফরাসি তারকাকে নিয়ে। তবে, সবশেষ দুই ম্যাচে রিয়ালকে একাই টেনে তুলেছেন বেনজেমা। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন।

এরই মধ্যে বেনজেমা রিয়ালের জার্সিতে দারুণ এক কীর্তিতে নাম লিখিয়েছেন। রিয়ালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উপরের দিকে উঠে এসেছেন ফরাসি এই স্ট্রাইকার। দেখে নেওয়া যাক রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের কিছু তথ্য।

** স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছয়ে ফরাসি তারকা করিম বেনজেমা।
** ক্লাবটির মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেজকে টপকে গেছেন বেনজেমা।
** সানচেজ ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ২৮২ ম্যাচ খেলে করেছেন ২০৮ গোল। বেনজেমা ৪৪৬ ম্যাচে করেছেন ২০৯ গোল।
** রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো (৪৩৮ ম্যাচে ৪৫০ গোল)।
** এই তালিকায় দুই থেকে পাঁচে আছেন স্প্যানিশ রাউল গঞ্জালেস (৩২৩), আর্জেন্টিনার আলফ্রেডো ডি স্টেফানো (৩০৮), স্পেনের সান্তিলানা (২৯০), হাঙ্গেরীর ফেরেঞ্চ পুসকাস (২৪২)।
** শীর্ষ পাঁচে যেতে বেনজেমার দরকার আরও ৩৩টি গোল।
** চলতি মৌসুম মিলিয়ে মোট দশ মৌসুম রিয়ালের জার্সিতে খেলছেন বেনজেমা।
** বেনজেমা ২০৯ গোলের মধ্যে লা লিগায় করেছেন ২৯৭ ম্যাচে ১৩৬ গোল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর