মেসির জোড়া গোল, বার্সার রক্ষা
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৬
।। স্পোর্টস ডেস্ক ।।
লা লিগায় আরো একটি হারের শঙ্কায় পড়েছিল লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। শনিবার (২ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নেমে প্রথমার্ধে আট মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করলেও, এরপর লিওনেল মেসির জোড়া গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভারদের দল।
এর আগে চলতি মৌসুমে গত অক্টোবরে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। ভালেন্সিয়ার মাঠে সেই ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলের ড্র দিয়েই। এবার ন্যু কাম্পে ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ চালায় দু’দল। ১৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। তবে ফিলিপ কুতিনহোর নেওয়া দূরপাল্লার জোরালো শট ঠেকান ভ্যালেন্সিয়ার গোলরক্ষক নেতো।
উল্টো ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। রদ্রিগোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেইরো (১-০)। এরপর ৮ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন পারেহো। ডেনমার্ক মিডফিল্ডার ড্যানিয়েল ভাসকে ডি-বক্সে ফাউল করেন বার্সার ডিফেন্ডার সের্হিও রবের্তো, তাতেই পেনাল্টি পায় ভালেন্সিয়া। স্পট কিকে গোলের সুযোগ মিস করেননি পারেহা (২-২)।
এরপর ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি পায় বার্সা। ডি-বক্সে নেলসন সেমেদোকে ফাউল করার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন মেসি। চলতি লিগে এ নিয়ে টানা সাত ম্যাচে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন এই তারকা। আর এই গোলেই ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে লড়াই করে বার্সা। আর সেই ফল আসে ম্যাচের ৬৪তম মিনিটে। আর্তুরো ভিদালের ব্যাকহিলে বল পেয়ে দূরপাল্লার দারুণ শটে বল জালে পাঠান মেসি (২-২)। এই গোলসহ চলতি লিগে সর্বোচ্চ ২১টি গোল করেছেন বার্সার নাম্বার টেন।
ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
এ নিয়ে ২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সা। আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে আছে ভ্যালেন্সিয়া।
সারাবাংলা/এসএন