Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লে অফে যেতে ঢাকার টার্গেট ১২৪


২ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৬

।। স্পোর্টস ডেস্ক ।।

বিপিএলের প্রথম পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল খুলনা টাইটান্সের। অন্যদিকে, শেষ ম্যাচ জিতেই প্লে অফে যেতে হবে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসকে। এমন সমীকরণ সামনে নিয়েই খুলনার বিপক্ষে আসরের ৪২তম ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা।

শনিবার (২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে খুলনা। প্লে অফে যেতে সাকিবদের সামনে টার্গেট ১২৪ রান।

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি

শুরুতে ব্যাট করতে নেমে ৩৩ রানেই ৩টি উইকেট হারায় খুলনা। ওপেনার ব্র্যান্ডন টেলর ১৮ ও জুনায়েদ সিদ্দিকী ২ রান করে ফেরার পর ডেভিড মালান ফেরেন ৭ রান করে। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু দলীয় ৫৬ রানে মাহমুদউল্লাহকে ১৪ রানে বোল্ড করে সাজঘরে পাঠান কাজী অনিক।

এরপর আল আমিন ১২, তাইজুল ইসলাম ১২ ও মোহাম্মদ সাদ্দাম ১ রানে ফিরলেও ডেভিড উইজ ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান। আর একটি করে উইকেট নেন সুনীল নারাইন ও কাজী অনিক।

সারাবাংলা/এসএন

খুলনা টাইটান্স ঢাকা ডায়নামাইটস বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর