Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের বিকল্প ভাবছে বিসিবি


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩০ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

তাসকিনের বাঁ পায়ের গোঁড়ালির লিগামেন্ট হালকা ছিঁড়ে গেছে। গ্রেড-থ্রি ইনজুরি। কাজেই অবধারিতভাবে তাকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে নিউজিল্যান্ড সিরিজে তার ওয়ানডে খেলার সম্ভাবনা একেবারেই শেষ। কেননা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ ফেব্রুয়ারি।

চিকিৎসকের বেঁধে দেওয়া ওই সময়ে মধ্যে যদি তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন তাহলে অবশ্য টেস্ট খেলতে পারবেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) গোঁড়ালির এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর সারাবাংলাকে তাসকিন নিজেই এই তথ্য দিয়েছেন।

‘ডাক্তার বলেছে খেলায় ফিরতে তিন সপ্তাহ লাগবে। ওয়ানডে সিরিজ মিস হবে। টেস্ট যদি হয় হবে। গোঁড়ালি লিগারমেন্ট স্ট্রেইন। গ্রেড থ্রি। লিগামেন্ট হালকা ছিঁড়ে গেছে।’

এদিকে তাসকিনের ইনজুরিতে ইতোমধ্যেই বিকল্প ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক প্যানেল। তার বদলি হিসেবে পেসার শফিউল ইসলাম ও এবাদত হোসেনের নাম উল্লেখ করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘ওদের দু’জনকেই বিকল্প ভেবেছি। তবে যাবে একজন। আবার এমনও হতে পারে দু’জনই যেতে পারে। রোববার (৩ ফেব্রুয়ারি) জানিয়ে দেব কে যাচ্ছে।’

ঘটনার সুত্রপাত শুক্রবার (১ জানুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে। চিটাগংয়ের ইনিংসের ১০ম ওভারে (চতুর্থ বল) অলক কাপালির ফুলার লেংথ বলটি লং অফ দিয়ে উঠিয়ে মারেন মোসাদ্দেক হোসেন সৈকত। বলটি তালুবন্দি করতে দৌঁড়ে যান সেখানে ফিল্ডিং করতে থাকা সিক্সার্স পেসার তাসকিন আহমেদ। বলের ফ্লাইট খেয়াল করতে গিয়ে বাউন্ডারি লাইনের ওপরে দেয়া ফোমে পা পিছলে বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পেয়ে বাউন্ডারির বাইরে লুটিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ সেখানে ব্যথায় কাতরানোর পর দু’জনের কাঁধে ভর করে মাঠ ছেড়ে বাইরে চলে যান।

বিজ্ঞাপন

প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হলো বিসিবি মেডিক্যালে। তাকে দেখার পর চিকিৎসক সিদ্ধান্ত দিলেন এক্সরে করাতে হবে। কালবিলম্ব না করে এক্সরে করাতে তৎক্ষনাৎ মিরপুরস্থ ডিজি ল্যাবে নেয়া হলো। এক্সরে শেষে শনিবার এমআরআই করতে নেয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানেই নিউজিল্যান্ড সিরিজ থেকে নিজের ছিটকে যাওয়ার খবর পান এই স্পিড স্টার।

বিপিএলেরর চলতি আসরটা দুর্দান্তই কেটেছে তাসকিনের। ১২ ম্যাচ থেকে ২২ উইকেট শিকার করে সবার শীর্ষে আছেন এই সিক্সার্স ডানহাতি পেসার। বল হাতে এমন উড়ন্ত পারফরম্যান্সই তাকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ও ওয়ানডে দলে জায়গা করে দিয়েছিল।

সারাবাংলায় পড়ুন : হাসপাতালে নেওয়া হয়েছে তাসকিনকে

সারাবাংলা/এমআরএফ/এসএন

তাসকিন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর