নিউজিল্যান্ড সিরিজে মাশরাফি-সাকিবদের ম্যানেজার পাইলট
২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
বিপিএল শেষ হতেই তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও সমান সংখ্যক টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে টাইগারদের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সফরে টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে তাকে দেখা যাবে।
শনিবার (২ জানুয়ারি) বিসিবির নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপনের সম্মতিক্রমে তার নাম ঘোষণা করেন সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।
সুজন বলেন, ‘খালেদ মাসুদ পাইলট নিউজিল্যান্ড সিরিজে টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে যাচ্ছে।’
এর আগে বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকটি সিরিজে টাইগারদের ম্যানেজার হিসেবে কাজ করেছেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক অধিনায়ক টানা বেশ কয়েকটি সফর ও হোম সিরিজে ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন। একটি হোম সিরিজে দলের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। কখনো বা অপারেশন্স ম্যানেজার সাব্বির খানকেও ম্যানেজারের দায়িত্বে দেখা গেছে।
একসময়ের দেশসেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাইলট সবশেষে অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার হলেন বাংলাদেশ জাতীয় দলের অপারেশন্স ম্যানেজার।
সারাবাংলা/এমআরএফ/এসএন