Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছরের মধ্যেই ৫০ হাজার আসনের স্টেডিয়াম


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

পূর্বাচলে ৩৭.৪৯ একর জমির ওপর নয়নাভিরাম স্টেডিয়াম তৈরিতে তিন বছরের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামের ডিজাইনার এবং পরমর্শক নিয়োগে অতিসত্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। অনেকের ভেতর থেকে নির্বাচিত ডিজাইনার ও পরামর্শক স্টেডিয়ামের জন্য প্রস্তুতকৃত কনসেপ্ট ডিজাইনের ভিত্তিতে কাজ শুরু করবেন। এজন্য একটি কমিটি করে দেওয়া হবে। যে কমিটিতে থাকবেন বিসিবি এবং বিসিবির বাইরের পরামর্শকেরা।

বিজ্ঞাপন

শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সভা শেষে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ‘আমরা আগামী তিন বছরের মধ্যেই এটা সম্পূর্ণ করার জন্য লক্ষ্য নিয়েছি। সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। দেরি করা যাবে না।’

সারাবাংলায় পড়ুন : বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিটন ও ইমরুল

‘আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি। সেই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। তাঁর সহযোগিতা ছাড়া এই জায়গা পাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। শুধু তাই নয়, আমরা ঠিক করেছি এটার জন্য এখনই এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চাইবো আন্তর্জাতিকভাবে। সকলেই যেন অংশগ্রহণ করতে পারে। এটা মূলত ডিজাইন ও কনসালটেন্সির জন্য। এখানে দুটো ভাগ থাকবে, ডিজাইন ও কনসালটেন্সি। আমাদের যে কনসেপ্ট ডিজাইন আছে সেটার ওপর ভিত্তি করে আমরা প্রকৌশলী ও পরার্শক নিয়োগ দেবো।  যাদেরটা পছন্দ হবে তাদেরকে আমরা নির্বাচন করবো। শুধু তাই নয়, এই বাছাই প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করেছি। আমাদের বোর্ডের লোক তো থাকবেই, বোর্ডের বাইরে থেকেও কিছু বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করবো।’

বিজ্ঞাপন

স্টেডিয়ামটি সম্পূর্ণ বিসিবির খরচে তৈরির ইচ্ছে প্রকাশ করে পাপন জানান, ‘এটা পুরোটা করবে বিসিবি। আমাদের ইচ্ছে আমরা নিজ খরচেই করবো।’

স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ন্যূনতম ৫০ হাজার। সুবিশাল চত্বরে থাকবে ক্রিকেট একাডেমি, ইনডোর, জিমনেশিয়াম, প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে ক্রিকেটের জন্য যা যা প্রয়োজন সব। থাকবে ৫ তারকা হোটেলও।

‘দর্শক ধারণ ক্ষমতা ন্যূনতম ৫০ হাজার হবে। এর চাইতে বেশি করবো বলে ঠিক করেছি। বেশ বড় একটা স্টেডিয়াম। শুধু তাই নয়, স্টেডিয়ামের সাথে আমরা একাডেমি, প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে যা যা আনুসঙ্গিক; সুইমিং পুল, জিমেনশিয়াম, ইনডোর সবকিছুর ব্যবস্থা করতে চেয়েছি। এখন পরামর্শকের কাছ থেকে ডিজাইন পেলে বুঝতে পারবো যে আসলে কতটুকু সম্ভব। সাথে সাথে একটা ৫ তারকা মানের হোটেলও ওই জায়গাটায় আমরা চাচ্ছি।’

পাপন আরো বলেন, ‘ইতোমধ্যেই জায়গা আমাদের নামে বদল হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে।’ প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ লাখ টাকায় হস্তান্তর হয়েছে বলেও যোগ করেন পাপন।

আরো পরুন : নিউজিল্যান্ড সিরিজে মাশরাফি, সাকিবদের ম্যানেজার পাইলট

সারাবাংলা/এমআরএফ/এসএন

পূর্বাচল স্টেডিয়াম বিসিবি স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর