Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর শিবিরে স্বস্তির বাতাস


৩১ জানুয়ারি ২০১৯ ১৬:৪৮

।। স্পেশাল করেসন্ডেন্ট ।।

গেল ২৯ জানুয়ারি (মঙ্গলবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে ৮ম ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম ডেলিভারিতেই কাঁধে চোট পান রংপুর রাইডার্সের নির্ভরযোগ্য বোলার শফিউল ইসলাম। ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় ওই ম্যাচে তাকে আর বোলিংয়ে নামানো হয়নি।

এতে শঙ্কার উদ্রেক হয়েছিলো ডিফেন্ডিং চ্যাস্পিয়ন দলে। পরে টুর্নামেন্টে তিনি আদৌ আর বল হাতে নামতে পারবেন কী না? তবে রাইডার্স হেড কোচ টম মুডি তাকে নিয়ে যা বললেন তাতে সেই শঙ্কা পুরোটাই দূরিভূত হলো। শফিউলের চোটের বেশ উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের অনুশীলনের ফাঁকে একথা বলেন রাইডার্স হেড কোচ।
টম মুডি বলেন, ‘ও (শফিউল) ঠিক হয়ে যাবে। ওর চোটের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’

সন্দেহ নেই তার সেরে ওঠায় রংপুর শিবিরে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। কারণটিও স্পষ্ট, বিপিএলে ১১টি ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করে সেরা শিকারিদের তালিকায় ৯ নম্বরে আছেন শফিউল ইসলাম। তার উইকেট টেকিং বোলিংয়েই মাশরাফিদের শেষ চারে খেলার পথ সুগম করেছে।

সারাবাংলা/এমআরএফ/এসএন

বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স শফিউল ইসলাম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর