মার্চে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ফিরতে পারেন মেসি
৩১ জানুয়ারি ২০১৯ ১৩:৪২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৫:৩৫
।। স্পোর্টস ডেস্ক ।।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি আর্জেন্টিনা দলের অধিনায়ক ও বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি। মেসি কবে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন, সে দিনক্ষণও এখনো চূড়ান্ত হয়নি।
তবে আর্জেন্টিনা ফুটবল সংস্থা আভাস দিয়ে রেখেছে, আগামী কোপা আমেরিকার আগেই জাতীয় দলে দেখা যাবে মেসিকে। ২০১৯ সালে টানা তৃতীয় বছরের মতো কোপা আমেরিকার আসর বসবে। এবারের আয়োজক ব্রাজিল। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে এ বছরের কোপা আমেরিকা।
ফ্রান্সের কাছে ৪–৩ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। এরপরই মেসি ঘোষণা দিয়েছিলেন ২০১৮ সালে আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না, থাকবেন বিশ্রামে। এদিকে, আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ স্কালোনি জানিয়েছেন, খুব শিগগিরই দেশের জার্সিতে মাঠে নামবেন মেসি।
প্রায় ছয় মাস ধরে জাতীয় দলের বাইরে মেসি। ধারনা করা হচ্ছে আগামী মার্চে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন ঘটতে পারে আর্জেন্টিনার ফুটবল জাদুকরের। মরক্কোর বিপক্ষে মার্চে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেই ফিরবেন দলপতি মেসি, এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। ম্যাচটির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মার্চ। মরক্কোর মাঠ রাবাতে খেলতে যাবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রিন্স মওলা আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে মাত্র দুইবার মরক্কোর বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। দুবারই জিতেছিল ল্যাতিন আমেরিকার দলটি। ১৯৯৪ সালে প্রথমবার দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে মরক্কোকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা। সেবার গোল করেছিলেন ফুটবল ঈশ্বর। এর ১০ বছর পর ক্যাসাব্লাংকায় মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এদিকে, মরক্কো বর্তমানে আছে দুর্দান্ত ফর্মে। দ্য আটলাস লায়ন্সরা এরই মধ্যে আফ্রিকা ন্যাশন্স কাপের ফাইনালে উঠেছে। নিয়মরক্ষার ম্যাচে দলটি মালাউইয়ির বিপক্ষে খেলতে যাবে।
এদিকে, মার্চেই ভেনেজুয়েলার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে, ম্যাচটির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। যদিও গণমাধ্যম বলছে, আগামী ২২ মার্চ প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর জার্মানির ড্রেসডেনে আরেকটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। ফলে দুটি ম্যাচই মরক্কো ম্যাচের আগে হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটনে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এছাড়া কোপা আমেরিকাকে সামনে রেখে মে মাসের শেষ দিকে কিংবা জুনের শুরুর দিকে আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
সারাবাংলা/এমআরপি