Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯২ রানে অলআউট ভারত, কিউইদের রেকর্ড জয়


৩১ জানুয়ারি ২০১৯ ১১:৪৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১২:৩৩

।। স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে উড়ছিল সফরকারী ভারত। বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রথম তিন ম্যাচেই জিতেছিল। দুর্দান্ত সব জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা ভারতের নিয়মিত অধিনায়ক কোহলি বিশ্রামে চলে যান। দলপতির দায়িত্ব দেওয়া হয় ক্রিকেটের ইতিহাসে ৭৯তম খেলোয়াড় হিসেবে ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামা রোহিত শর্মাকে। বিশ্রামে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

বিজ্ঞাপন

আগে ব্যাটিংয়ে নেমে ৩০.৫ ওভারে ভারত গুটিয়ে যাওয়ার আগে তোলে মাত্র ৯২ রান। জবাবে, মাত্র ১৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ৮ উইকেটের বড় জয় পাওয়ায় অন্তত হোয়াইটওয়াশ হতে হচ্ছে না ঘরের মাঠে খেলতে নামা কিউইদের। শেষ ম্যাচের আগে সিরিজে ৩-১ এ এগিয়ে টিম ইন্ডিয়া।

এই ম্যাচটি জিতলে ৫২ বছরের ইতিহাস পাল্টে দিতে পারতো ভারত। নিউজিল্যান্ডে কখনোই ভারত এত বড় ব্যবধানে সিরিজ জেতেনি। ১৯৬৭ সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফর করা ভারত ৫২ বছরের ইতিহাসে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনো সংস্করণেই স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হারাতে পারেনি।

এদিকে, নিউজিল্যান্ডও জিতেছে রেকর্ড গড়ে। ২০১০ সালে ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত হেরেছিল ২০৯ বল বাকি থাকতেই। আজ হ্যামিলটনে ভারতকে হারাতে কিউইরা বল বাঁচিয়েছে ২১২টি। সর্বোচ্চ বল হাতে রেখে রেকর্ড গড়েই জিতলো নিউজিল্যান্ড।

হ্যামিলটনে ভারতের হয়ে সিঙ্গেল ডিজিটে সাজঘরের পথ ধরেছেন ওপেনিংয়ে নামা রোহিত শর্মা, অভিষিক্ত শুভমন গিল, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ। আরেক ওপেনার শিখর ধাওয়ান ১৩, হারদিক পান্ডিয়া ১৬, নয় নম্বরে নামা কুলদীপ যাদব ১৫ রান করেন। দশ নম্বরে নামা যুভেন্দ্র চাহাল ইনিংস সর্বোচ্চ ১৮ রান করে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ১০ ওভার হাত ঘুরিয়ে ২১ রানে তুলে নিয়েছেন ৫টি উইকেট। ১০ ওভারে ২৬ রান দিয়ে তিনটি উিইকেট পান কলিন ডি গ্রান্ডহোম। একটি করে উইকেট পান টড অ্যাসেল এবং জেমস নিশাম।

৯৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ৪ বলে দুটি চার আর একটি ছক্কায় করেন ১৪ রান। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসন ১৮ বলে করেন ১১ রান। আরেক ওপেনার হেনরি নিকোলস ৪২ বলে চারটি চার আর একটি ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন রস টেইলর। দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

সারাবাংলা/এমআরপি

ওয়ানডে সিরিজ টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর