Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটি ডাবল সেঞ্চুরির পথে রোহিত শর্মা


৩০ জানুয়ারি ২০১৯ ১৬:৪৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক ভারতের ওপেনার রোহিত শর্মা আরেকটি ডাবলের সামনে দাঁড়িয়ে। আগামীকাল হ্যামিলটনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে নামলেই রোহিত এই ফরম্যাটে ২০০তম ম্যাচে নামবেন। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে দেখা যাবে রোহিত শর্মাকে।

প্রথম তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলির দল। সিরিজের শেষ দুই ওয়ানডেতে বিশ্রামে থাকবেন ভারতের রানমেশিন কোহলি। নিয়মিত অধিনায়কের বিশ্রামে চতুর্থ আর পঞ্চম ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

বিশ্ব ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মা ৭৯তম খেলোয়াড় হবেন যিনি ২০০ বা তার বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে, ২০০ ওয়ানডে ম্যাচের মাইলফলকে দাঁড়িয়ে রোহিতের চেয়ে বেশি রান করেছেন কেবল দুজন। এই মুহূর্তে রোহিতের রান ৭৭৯৯ রান। ১৯৯ ম্যাচ পর রোহিতের স্বদেশী কোহলি করেন ৮৭৬৭ রান আর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স করেছিলেন ৮৫২০ রান। আরেক প্রোটিয়া তারকা ব্যাটসম্যান হাশিম আমলা ১৭৩ ওয়ানডে ম্যাচে করেছেন ৭৮৯৬ রান।

২০০৭ সালের ২৩ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় রোহিতের। ওয়ানডে ফরম্যাটে তিনি ২২টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৩৯টি ফিফটি। ৪৮.১৪ গড়ে রান তুলেছেন। অভিষেকের পর থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিত শর্মা খেলেছেন ৮৬ ওয়ানডে, যেখানে ৮১ ইনিংসে ৩০.৪৩ গড়ে ৭৭.৯৪ স্ট্রাইকরেটে দুটি সেঞ্চুরি আর ১২টি ফিফটিতে করেন ১৯৭৮ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ১১৪। আর ২০১৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১৩ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন আরও ৫৮২১ রান। যেখানে ১১২ ইনিংসে ৬০.০১ গড়ে ৯২.৯৪ স্ট্রাইকরেটে রোহিত সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও ২০টি, ফিফটি করেছেন আরও ২৭টি। সর্বোচ্চ ইনিংস ২৬৪।

বিজ্ঞাপন

২০১৩ সালের পর থেকে ওপেনিংয়ে নামা রোহিত শর্মা টানা ছয় বছরে ৫০ এর বেশি ব্যাটিং গড় ধরে রেখেছেন। গত দুই বছরে সেটি দাঁড়িয়েছে ৭০ এর উপরে। শুধু ২০১৩ সালেই তার ব্যাটিং স্ট্রাইকরেট ছিল ৮০.৮১। এপরের পাঁচ বছরেই তার স্ট্রাইকরেট ৯০ এর উপরে। গত বছর সেটি ছিল ১০০ এর উপরে।

সারাবাংলা/এমআরপি

টিম ইন্ডিয়া ডাবল সেঞ্চুরি রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর