Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না থেকেও ছিলেন নিখোঁজ সালা


৩০ জানুয়ারি ২০১৯ ১৬:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের দল কার্ডিফ সিটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও লাকাজেতের গোলে জিতেছে উনাই এমেরির দল। এই ম্যাচে থাকার কথা ছিল সপ্তাহজুড়েই আলোচনার শীর্ষে থাকা আর্জেন্টাইন ফুটবলার ইমিলিয়ানো সালা। বিমান দুর্ঘটনায় যিনি এখনও নিখোঁজ।

বিমানে করে ফ্রান্স থেকে রওনা হয়ে ইংলিশ চ্যানেলে নিখোঁজ হন আর্জেন্টাইন এই ফুটবলার। বিমান দুর্ঘটনার পর আট-নয়দিন হয়ে গেলেও সালা কিংবা পাইলট, এমনকি বিমানের কোনো হদিস মেলেনি।

ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড গড়ে ১৭ মিলিয়ন ইউরোতে সালাকে কিনেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল কার্ডিফ সিটি। সই করানোর দুই দিন পরই সালা নিখোঁজ হন। নয়তো আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে কার্ডিফ সিটির জার্সিতে অভিষেক ম্যাচটিও খেলা হয়ে যেতো সালার। আর্জেন্টাইন নিখোঁজ এই ফুটবলারের নাম ছিল স্কোয়াড লিস্টে। এমিরেটস স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের জন্য তৈরি দুই দলের খেলোয়াড়দের তালিকায় ছিল সালার নাম। গণমাধ্যম কর্মীদের একটি করে হলুদ ফুলও দেওয়া হয়েছিল আর্সেনালের স্টেডিয়ামটির পক্ষ থেকে।

এক বিবৃতিতে এমিরেটস স্টেডিয়াম কর্তৃপক্ষ জানায়, আমরা আতিথ্য নেওয়া দল কার্ডিফ সিটিকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি। আমরা এখনও বিশ্বাস করি সালা বেঁচে আছেন, খুব শিগগিরই তিনি ফিরবেন, খেলবেন আর মানুষের ভালোবাসা লুফে নেবেন। আপনারা সকলেই আপনাদের ভালোবাসার এই খেলোয়াড়টির জন্য প্রাথর্ণা করুন।

এমিরেটস স্টেডিয়াম কর্তৃপক্ষ খেলোয়াড়ের যে লিস্টটি গণমাধ্যম কর্মীদের জন্য বানিয়েছিল, সেটিতে অন্য সব খেলোয়াড়ের মতো সালার নামের পাশে তার দেশ আর্জেন্টিনার পতাকা ছিল। তবে, কোনো জার্সি নম্বর ছিল না। সেখানে ছিল একটি হলুদ রঙের ফুল। ফরাসি ক্লাব নঁতে থেকে কার্ডিফ সিটিতে নাম লেখানো সালাকে সম্মান জানাতে এমিরেটস স্টেডিয়ামে আগত দর্শকরা হলুদ প্ল্যাকার্ডে গ্যালারি ফুটিয়ে তুলেছিলেন।

বিজ্ঞাপন

অনবরত ঝড়ো হাওয়া বইতে থাকা ইংলিশ চ্যানেলের আশেপাশের এলাকায় ৮০ ঘণ্টা খোঁজাখুঁজি চালিয়েও সালা কিংবা অপেশাদার সেই পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি। সালার পরিবার ব্যক্তি উদ্যোগে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য জার্মানির একটি কোম্পানির সঙ্গে আলোচনা করেছে।

স্বাগতিক আর্সেনালের বিপক্ষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিয়েছিলেন কার্ডিফ সিটির ইংলিশ ফরোয়ার্ড ন্যাথানিয়েল-মেন্ডেজ। শেষ পর্যন্ত অবশ্য আর্সেনালের জয়ের পথে বাধা হতে পারেনি দলটি।

সারাবাংলা/এমআরপি

আর্জেন্টাইন ফুটবলার ইমিলিয়ানো সালা বিমান দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর