রাসেলের হ্যাটট্রিক, ঢাকার টার্গেট ১৭৫
৩০ জানুয়ারি ২০১৯ ১৫:০৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৫:০৯
।। স্পোর্টস ডেস্ক ।।
চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক চিটাগং ভাইকিংস আর গতবারের রানার্সআপ ঢাকা ডায়নামাইটস। শেষ চারে উঠার গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবের ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুশফিকের চিটাগং। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে চিটাগং তুলেছে ১৭৪ রান।
চট্টগ্রাম পর্বে মাঠে নামার আগে ভাইকিংসরা মাত্র একটি ম্যাচ হেরেছিল। তবে, ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় মুশফিকের দলটি। আজ জিততে পারলে প্লে অফের দিকে একধাপ এগিয়ে থাকবে ভাইকিংসরা। এদিকে, আসরের শুরতে উড়তে থাকলেও মাঝে এসে ডায়নামাইটসরা জয়ের ধারাবাহিকতা হারিয়ে ফেলে। আজকের ম্যাচ জিতলে সাকিবের দলটিও প্লে অফের দিকে এগিয়ে যাবে।
ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ দ্রুতগতিতেই রানের চাকা ঘোরাতে শুরু করেন। ১৫ বলে তিনটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে তিনি করেন ২১ রান। তিন নম্বরে নামা ইনফর্ম ব্যাটসম্যান ইয়াসির আলি ২০ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর জুটি গড়েন আরেক ওপেনার ক্যামরুন দেলপোর্ট এবং দলপতি মুশফিক। ৪৬ বলে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৭৯ রান।
শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি সীমানায় ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে মুশফিক করেন ৪৩ রান। তার ২৪ বলের ইনিংসে ছিল চারটি চার আর দুটি ছক্কা। আন্দ্রে রাসেলের পরের বলেই বিদায় নেন ৭১ রান করা দেলপোর্ট। তার ৫৭ বলের ইনিংসে ছিল ৫টি চার আর ৪টি ছক্কার মার। রাসেল তার তৃতীয় বলে ফিরিয়ে দেন দাসুন শানাকাকে। হ্যাটট্রিক পূর্ণ করেন এই ক্যারিবীয়ান। বিপিএলের এই মৌসুমে এটি তৃতীয় হ্যাটট্রিক। সিকান্দার রাজা ৬ আর মোসাদ্দেক হোসেন ১ রানে অপরাজিত থাকেন।
ঢাকার দলপতি সাকিব ৩ ওভারে ২০, অ্যান্ড্রু বির্চ ৪ ওভারে ৩৫, রুবেল হোসেন ৪ ওভারে ৪২ রান দিয়ে কোনো উইকেট পাননি। সুনীল নারাইন ৪ ওভারে ২০ রান দিয়ে পান দুটি উইকেট। আন্দ্রে রাসেল ৪ ওভারে ৩৮ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।
বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোলবিডি।
ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এমআরপি