Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত দুই বছরে উড়ছে টিম ইন্ডিয়া


২৯ জানুয়ারি ২০১৯ ২০:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দলটি পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতেই জয় পেয়েছে। তাতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মেন ইন ব্লুরা। কোহলির নেতৃত্বে গত দুই বছরে উড়ছে ভারত।

এই দুই বছরে টিম ইন্ডিয়া ক্রিকেটের টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে খেলেছে ১১৩ ম্যাচ, যেখানে কোহলি বাহিনী জিতেছে ৭৭টি ম্যাচ, হেরেছে ২৮টি ম্যাচ, টাই হয়েছে দুটি ম্যাচ, ড্র হয়েছে চারটি ম্যাচ আর কোনো রেজাল্ট হয়নি দুটি ম্যাচের। গত দুই বছরে কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া দুই ফরম্যাটে মোট ২০টি সিরিজ খেলেছে, যেখানে ১৬টি সিরিজই নিজেদের দখলে নিয়েছে ভারত।

২০১৭ সালে ভারতের টেস্ট:
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে ভারত ২০১৭ সাল শুরু করেছিল। নিজেদের মাটিতে জিতেছিল কোহলির দল। এরপর স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল। শ্রীলঙ্কায় গিয়ে স্বাগতিকদের ৩-০ তে হোয়াইটওয়াশ করে ভারত। ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষেও সিরিজ জেতে ১-০ ব্যবধানে।

২০১৭ সালে ভারতের ওয়ানডে:
সেই বছরে সবগুলো টেস্ট সিরিজ জেতা ভারত ওয়ানডে সিরিজগুলোতেও জিতেছে। শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিল পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-১ এ সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এরপর শ্রীলঙ্কা সফরে গিয়ে স্বাগতিকদের ৫-০ তে হোয়াইটওয়াশ করে। স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে হারাতে পারেনি ভারত। ৪-১ ব্যবধানে হেরে যায়। তবে, পরের সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ এ হারিয়ে দেয় কোহলির দল। এরপর লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

২০১৮ সালে ভারতের টেস্ট:
বছরটা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ এ সিরিজ হারে ভারত। টেস্ট ক্রিকেটের নতুন সদস্য আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জেতে টিম ইন্ডিয়া। এরপর ইংল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে খেই হারিয়ে ফেললে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজটি ৪-১ এ হারে ভারত। জ্যাসন হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট খেলতে এলে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ২-১ এ সিরিজ জেতে সফরকারী ভারত।

২০১৮ সালে ভারতের ওয়ানডে:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের প্রতিশোধ তোলে ভারত। সেই সফরে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতেছিল ৫-১ ব্যবধানে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হারে ভারত। এরপর এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩-১ এ হারিয়ে দেয় স্বাগতিকরা। একটি ম্যাচ টাই হয়। এশিয়া কাপেও ভারতের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি টাই হয়।

গত দুই বছরে সাদা পোশাকে ভারত ৯টি সিরিজের ৭টিতেই জিতেছে। আর ওয়ানডেতে গত দুই বছরে ১১টি সিরিজের ৯টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। সবশেষ নতুন বছরের চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতেই জিতেছে ভারত। দুই ম্যাচ হাতে রেখে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করেছে কোহলি-ধাওয়ান-রোহিত-ধোনি-ভুবনেশ্বররা।

সারাবাংলা/এমআরপি

টিম ইন্ডিয়া

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর