অ্যাথলেটিকোতেই ফিরলেন মোরাতা
২৯ জানুয়ারি ২০১৯ ১১:০৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১১:১১
।। স্পোর্টস ডেস্ক ।।
অ্যাথলেটিকো মাদ্রিদেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল আলভারো মোরাতার। এবার ঘুরে ফিরে এলেন ফুটবল ক্যারিয়ারের প্রথম ঠিকানায়। ২০১৯-২০ মৌসুমের জন্য ধারে অ্যাথলেটিকোতে যোগ দিলেন ২৬ বছর বয়সি চেলসির এই স্ট্রাইকার।
আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন গত সপ্তাহেই ক্লাব জুভেন্টাস থেকে ধারে যোগ দিয়েছিলেন চেলসিতে। এবার চেলসি থেকে অ্যাথলেটিকোতে যোগ দিলেন মোরাতা।
২০১০ সাল থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে চার মৌসুমে ৩৭ ম্যাচ খেলেন মোরাতা। যেখানে ১০টি গোল করেন তিনি। এরপর ২০১৪ সালে সেখান থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে গিয়ে দুই মৌসুমে ৬৩ ম্যাচ খেলে ১৫ গোল করেন। আর ২০১৬ সালে আবারো রিয়ালে ফেরার পর এক মৌসুম খেলে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। রিয়ালের জার্সিতে ২৬ ম্যাচে ১৫ গোল, আর চেলসির জার্সিতে ৪৭ ম্যাচে করেন ১৬টি গোল।
২০১৭ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে ক্লাব রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন এই স্প্যানিশ তারকা। এবার তাকে ধারে দলে টেনেছে ক্লাব অ্যাথলেটিকো।
রোববার (২৭ জানুয়ারি) স্পেনে মেডিক্যাল পরীক্ষা হয় মোরাতার। এবার মোরাতার যোগ দেয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অ্যাথলেটিকো। স্প্যানিশ এই স্ট্রাইকার এবার অপেক্ষায় আছেন দলের জার্সিতে মাঠে নামার। তিনি বলেন, ‘এখানে এসে আমি বেশ খুশি ও গর্বিত। নতুন সতীর্থদের সঙ্গে দেখা করতে, মাঠে অনুশীলন করতে কিংবা খেলতে অপেক্ষায় থাকতে পারছি না।’
সারাবাংলা/এসএন