Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুইসের সেঞ্চুরিতে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান কুমিল্লার


২৮ জানুয়ারি ২০১৯ ১৫:২৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৫:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ম্যাচ জিতলে প্লে অফে যেতে অনেকদূর এগিয়ে যাবে ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, আসর থেকে ছিটকে পড়া নিশ্চিত হলেও এই ম্যাচে জয় পেলে শুধু দুই পয়েন্ট যোগ হবে মাহমুদউল্লাহ’র দল খুলনার। এমন সমীকরণ সামনে নিয়েই মাঠে নেমেছে দু’দল। আর এই ম্যাচে আগে ব্যাট করে খুলনার সামনে ২৩৮ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে কুমিল্লা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের চট্টগ্রাম পর্বে সোমবার (২৮ জানুয়ারি) আসরের ৩৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ২৩৭ রান। যা এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ সংগ্রহের দিক থেকে দ্বিতীয়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ওপেনার তামিম ইকবাল ও এভিন লুইস। দু’জন মিলে গড়েন ৫৮ রানের জুটি। তবে সেই জুটি ভেঙে দেন মাহমুদউল্লাহ। তার বলে ডেভিড উইজের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৫ রানে ফেরেন তামিম।

এরপর ব্যাটিংয়ে এসে রান যোগ করার আগেই সাজঘরের পথ ধরেন এনামুল হক। মাহমুদউল্লাহ’র বলে নাজমুল হাসান শান্ত’র হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এরপর ইমরুল কায়েসকে সঙ্গে করে ব্যাটে ঝড় তোলেন আরেক ওপেনার এভিন লুইস। দু’জন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তবে দলীয় ১৫৫ রানে ইমরুলকে ফেরার শরিফুল ইসলাম। তার বলে এলবির শিকার হয়ে ২১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৯ রানে ফেরেন ইমরুল। এরপর থিসারা পেরেরা (১১) ও শহীদ আফ্রিদি (১) আউট হয়ে ফিরলেও শামসুর রহমানকে সঙ্গে করে শতক তুলে নেন লুইস। ৪৭ বলেই শতক হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫ বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারিতে ১০৯ রানে অপরাজিত থাকেন এই উইন্ডিজ ব্যাটসম্যান। এছাড়াও ১৫ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রানের অপরাজিত থাকেন শামসুর।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ রিয়াদ ও কার্লোস ব্রাথওয়েইট ২টি করে উইকেট নেন। এছাড়াও শরিফুল নেন ১টি উইকেট।

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/এসএন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইটান্স বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর