ইউনাইটেডের বিপক্ষে খেলা হবে না নেইমারের!
২৮ জানুয়ারি ২০১৯ ১৩:৪৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৬:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ফরাসি লি ওয়ানের ম্যাচে রোববার (২৭ জানুয়ারি) বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। দারুণ ছন্দে থাকা এডিনসন কাভানির জোড়া গোল ছাড়াও একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে ও অ্যাঞ্জেল ডি মারিয়া। তাতেই রেনকে ৪-১ গোলে হারিয়েছে থমাস তুখেলের দল। তবে এই ম্যাচে জয় পেলেও একটি দুঃসংবাদের সামনে আছে তারা।
ইনজুরিতে পড়ায় লিগের এই ম্যাচে মাঠে নামা হয়নি ব্রাজিল তারকা নেইমারের। অবশ্য শুধু এই ম্যাচই নয়, গুরুতর ইনজুরির কারণে বেশ কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে এমনটাই আগে জানিয়েছিলেন পিএসজি কোচ থমাস তুখেল। এবার জার্মান এই কোচ জানালেন, আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া বেশ কঠিন হবে।
গত সপ্তাহে স্ট্রাসবুর্গকে হারিয়ে ফরাসি কাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল পিএসজি। সেই ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। এরপরই ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ইনজুরি বেশ গুরুতর আর প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সেই ম্যাচে ইনজুরির পর নেইমারকে হাসপাতালে নেয়া হয়। এরপর ক্লাবের পক্ষ নিশ্চিত করা হয়, তার ডান পায়ের ফিফথ মেটাটারসাল ছিড়ে গেছে। রাশিয়া বিশ্বকাপের আগে এমন ইনজুরিতে পড়েই অস্ত্রোপচার করাতে হয়েছিল নেইমারকে। তাই নেইমার ঠিক কবে ফিরছেন, সেটা আগে থেকে নিশ্চিত বলতে পারছেন না কোচ তুখেল। পিএসজি কোচ বলেন, ‘ও (নেইমার) ঠিক কবে ফিরবে, সেই তারিখটা এতো দ্রুত বলা সম্ভব নয়।’
আগামী ১২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে লড়বে পিএসজি। তবে ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে রেড ডেভিলসদের বিপক্ষে নেইমারকে পাওয়া যাবে কিনা, সে জন্য অপেক্ষায় থাকতে হবে পিএসজি সমর্থকদের।
সারাবাংলা/এসএন