শেষ মুহূর্তে রোনালদোর গোলে জুভেন্টাসের জয়
২৮ জানুয়ারি ২০১৯ ১১:১৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৩:০৭
।। স্পোর্টস ডেস্ক ।।
নিজেদের ভুলে হারের শঙ্কায় পড়েছিল ক্লাব জুভেন্টাস। তবে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শেষ মুহূর্তে সেই শঙ্কায় কাটে জুভিদের। রোববার (২৭ জানুয়ারি) সিরি আ’র ম্যাচে লাৎসিওর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
লাৎসিওর মাঠে ম্যাচের শুরু থেকেই জুভেন্টাসের বিপক্ষে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। তবে জুভি গোলরক্ষক স্ট্যাসনি দাঁড়িয়ে ছিলেন অনেকটা প্রাচীর হয়েই। তাতে প্রথমার্ধে বল জালে জড়াতে পারেনি লাৎসিওর খেলোয়াড়রা।
তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্বাগতিকদের বিপক্ষে লড়াই চালায় রোনালদো-কস্তারা। তবে দারুণ এক সুযোগ মিস করেন পর্তুগিজ তারকা। দগলাস কস্তার বাড়ানো বল জালে জড়াতে ব্যর্থ হন রোনালদো।
তবে ম্যাচের ৫৯ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। কর্নার থেকে উড়ে আসা বল রক্ষা করতে গিয়ে নিজেদের জালেই জড়ান মিডফিল্ডার এমরে কান।
এরপর ম্যাচে ফিরতে লড়াই চালাই জুভিরা। একের পর এক আক্রমণেও গোলের দেখা পায়নি তারা। তবে ৭৪ মিনিটে পাওলো কানসেলোর গোলে সমতায় ফেরে জুভেন্টাস। রদ্রিগোর পাস থেকে বল পেয়ে শট নেন পাওলো দিবালা। কিন্তু তার নেয়া শট ঠেকান স্বাগতিক গোলরক্ষক। তবে ফিরতি বলে পেয়ে গোল করেন পর্তুগিজ এই ডিফেন্ডার।
এরপর ম্যাচের ৮৮ মিনিটে কানসেলোকে ডি-বক্সে ফাউল করেন রোমানিয়ার ডিফেন্ডার স্তেফান। তাতেই পেনাল্টি পায় জুভিরা। পেনাল্টি থেকে দুর্দান্ত এক শটে গোল করেন রোনালদো। তাতেই নাটকীয় জয় পায় আলেগ্রির দল। এ নিয়ে চলতি লিগে ১৫টি গোল আছে পর্তুগিজ তারকার।
এ নিয়ে ২১ ম্যাচে ১৯ জয় ও দুই ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভিরা। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে লাৎসিও। দুইয়ে থাকা নাপোলির পয়েন্ট ৪৮। আর ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ইন্টার মিলান।
সারাবাংলা/এসএন