Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউই জনসাধারণের জন্য পুলিশের সতর্কবার্তা


২৭ জানুয়ারি ২০১৯ ১৫:৩৬

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট-ওয়ানডে সিরিজ জিতে উড়তে থাকা টিম ইন্ডিয়া এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। সেখানে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই জিতেছে বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির ভারত। দুই ম্যাচেই বাজেভাবে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

নেপিয়ারে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জেতার পর মাউন্ট মাউনগানুইতে দ্বিতীয় ম্যাচে ৯০ রানের সহজ জয় পেয়েছে ভারত।

সফরকারী ভারতীয় দলকে নিয়ে একটি মজার টুইট করেছে নিউজিল্যান্ডের ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে ভারতীয় দল থেকে সাবধান হতে কিউই জণসাধারণকে একটি বার্তা দিয়েছে ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ।

পোস্টে তারা লিখেছে, ‘জনসাধারণের জন্য পুলিশের পক্ষ থেকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে যে, সম্প্রতি একটি বিশেষ দলকে ভ্রমণরত অবস্থায় দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা গত সপ্তাহে নেপিয়ার এবং মাউন্ট মাউনগানুইতে একদল নিরীহ নিউজিল্যান্ডবাসীকে খুবই বাজেভাবে নাস্তানাবুদ করেছে। যদি ক্রিকেট ব্যাট কিংবা বল হাতে এমন কাউকে চোখে পড়ে তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে।’

ব্যাপারটি যে নিতান্তই রশিকতার সুরে সাজানো তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। আগামীকাল (২৮ জানুয়ারি) মাউন্ট মাউনগানুইতে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে কোহলির ভারত, কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ম্যাচটি জিতলে টিম ইন্ডিয়া দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আগামী ৩১ জানুয়ারি হ্যামিলটনে সিরিজের চতুর্থ এবং ৩ ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটিতে খেলতে নামবে ভারত-নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর