চোখ বুলিয়ে নিন ইতালির সিরি আ’র তথ্যে
২৭ জানুয়ারি ২০১৯ ১৪:৩২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৪:৩৫
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশের ফুটবল প্রেমীরা রাত জেগে স্প্যানিশ লিগ আর ইংলিশ লিগের ম্যাচগুলো দেখলেও ইতালিয়ান সিরি আ, জার্মানির বুন্দেসলিগা আর ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচগুলো খুব একটা দেখতেন না, খোঁজখবরও রাখতেন না। এখন দিন বদলেছে। ইউরোপীয় শীর্ষ এই পাঁচটি লিগেই এখন চোখ রাখছেন ফুটবল পাগলরা। বিশেষ করে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ায় এখন অনেকেই ফরাসি লিগ ওয়ানের খোঁজ রাখছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো ইতালিয়ান লিগ সিরি আ’র দল জুভেন্টাসে যাওয়া এখনও অনেকেই সেখানের খোঁজ রাখতে শুরু করেছেন।
পাঠকদের জন্য ইতালিয়ান লিগের আরও কিছু তথ্য তুলে ধরা হলো:
সিরি আ লিগ খেলা দলের ভিত্তিতে:
সর্বোচ্চ শিরোপা জেতা দল-জুভেন্টাস, ৩৪টি
টানা শিরোপা জেতা দল-(জুভেন্টাস ৭টি), (জুভেন্টাস ৫টি), (তোরিনো ৫টি), (ইন্টার মিলান ৫টি)
সর্বোচ্চ মৌসুম কাটানো দল-ইন্টার মিলান, ৮৭টি মৌসুমে অংশ নিয়েছে
একটানা সর্বোচ্চ জয়-(জুভেন্টাস ১৭টি ম্যাচ-২০০৬-০৭), (জুভেন্টাস ১৫টি ম্যাচ-২০১৫-১৬), (নাপোলি ১৩টি ম্যাচ-২০১৬-১৭ থেকে ২০১৭-১৮)
হোম ম্যাচে টানা জয়-জুভেন্টাস, ৩৩ ম্যাচে (২০১৫-১৬ থেকে ২০১৬-১৭)
এক মৌসুমে সর্বোচ্চ জয়-জুভেন্টাস, ৩৩ ম্যাচে (২০১৩-১৪), ইন্টার মিলান, ৩০ ম্যাচে (২০০৬-০৭), জুভেন্টাস, ৩০ ম্যাচে (২০১৭-১৮)
সর্বোচ্চ ম্যাচ জয়-জুভেন্টাস (১৫৫৫টি ম্যাচ), ইন্টার মিলান (১৪২৪টি ম্যাচ), এসি মিলান (১৩৫৮টি ম্যাচ), রোমা (১১৯৩টি ম্যাচ), ফিওরেন্টিনা (১০৭০টি ম্যাচ)
সর্বোচ্চ গোল-জুভেন্টাস (৫০০০ গোল), ইন্টার মিলান (৪৮৬৩ গোল), এসি মিলান (৪৬৪৫ গোল), রোমা (৪১৮২ গোল), ফিওরেন্টিনা (৩৭৪৮ গোল)
এক মৌসুমে সর্বোচ্চ গোল-তোরিনো ১২৫টি (১৯৪৭-৪৮)
দীর্ঘ সময় অপরাজিত থাকা দল-
১। এসি মিলান (৫৮ ম্যাচ, ১৯৯১ সালের ২৬ মে পার্মার বিপক্ষে ০-০ গোলে করার পর থেকে ১৯৯৩ সালের ২১ মার্চ সেই একই দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল এসি মিলান)
২। জুভেন্টাস (৪৯ ম্যাচ, ২০১১ সালের ২২ মে নাপোলির বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর থেকে ২০১২ সালের ৩ নভেম্বর ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল জুভিরা।)
সিরি আ লিগ খেলা ফুটবলারদের ভিত্তিতে:
সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড়-জিয়ানলুইগি বুফন (জুভেন্টাসের সাবেক এই গোলরক্ষক সর্বোচ্চ ৯ বার সিরি আ শিরোপা জিতেছেন), ভারজিনিও রোসেত্তা (৮ বার, ছয়বার জুভেন্টাসের হয়ে আর দুইবার প্রো ভারসেলির হয়ে), জিওভানি ফেরারি (৮ বার, পাঁচবার জুভেন্টাসের, দুইবার ইন্টার মিলানের এবং একবার বোলোগনার হয়ে)
সর্বোচ্চ ম্যাচ খেলা সাবেক ফুটবলার-ইতালির পাওলো মালদিনি (৬৪৭ ম্যাচ), বুফন (৬৪০ ম্যাচ), ফ্রান্সেসকো টট্টি (৬১৯ ম্যাচ), আর্জেন্টিনার জাভিয়ের জানোত্তি (৬১৫ ম্যাচ)
সর্বোচ্চ ম্যাচ খেলা বর্তমান ফুটবলার-ইতালির ড্যানিয়েল ডি রসি-রোমা (৪৪৯ ম্যাচ), সার্জিও পেল্লিসিয়ের-চিয়েভো (৪৩৯ ম্যাচ), স্লোভেনিয়ার সামির হান্দানোভিক-ইন্টার মিলান (৪১৩ ম্যাচ)
বয়স্ক খেলোয়াড়-ইতালির মার্কো বাল্লোত্তা-৪৪ বছর ৩৮দিন (শেষ ম্যাচ খেলেছেন ২০০৮ সালের ১১ মে ল্যাজিওর বিপক্ষে), ফ্রান্সেসকো অ্যান্তোনিওলি-৪২ বছর ২৩৫ দিন (সবশেষ ম্যাচ খেলেছেন ২০১২ সালের ৬ মে সেসেনার বিপক্ষে)
কনিষ্ঠ খেলোয়াড়-ইতালির আমেদেও আমাদিই (রোমা, ১৯৩৭ সালের ২ মে মাত্র ১৫ বছর ২৮০ দিন বয়সে মাঠ নেমেছিলেন), পিয়েত্রো পেলেগ্রি (জেনোয়া, ২০১৬ সালের ২২ ডিসেম্বর আমেদেওর সমান ১৫ বছর ২৮০ দিন বয়সে মাঠ নেমেছিলেন)
সর্বোচ্চ গোলদাতা-ইতালির সিলভিও পিওলা (১৯২৯-১৯৫৪ সাল ২৭৪ গোল), ফ্রান্সেসকো টট্টি (১৯৯২-২০১৭ সাল ২৫০ গোল), সুইডেনের গানার নরদাল (১৯৪৮-১৯৫৮ সাল ২২৫ গোল)
পেনাল্টি শট থেকে সর্বোচ্চ গোলদাতা-ইতালির ফ্রান্সেসকো টট্টি (৭১টি), রবার্তো ব্যাজিও (৬৮টি), আলেসান্দ্রো দেল পিয়েরো (৫০টি)
আরও কিছু তথ্য:
*** সিরি আতে সবচেয়ে বেশি বয়সে গোল করেছিলেন ইতালির সাবেক ডিফেন্ডার আলেসান্দ্রো কস্তা। ৪১ বছর ২৫ দিন বয়সে তিনি ২০০৭ সালের ১৯ মে এসি মিলানের জার্সিতে উদিনিসের বিপক্ষে গোল করেন কস্তা।
*** সিরি আতে সবচেয়ে কম বয়সে গোল করেছিলেন ইতালির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আমেদেও আমেদিই। মাত্র ১৫ বছর ২৮৭ দিন বয়সে রোমার জার্সিতে লুচেসের জালে বল জড়ান তিনি।
*** ২৩ বছর ৩২ দিন বয়সে ইতালিয়ান লিগে ১০০ গোলের মাইলফলকে নাম লিখিয়েছিলেন ইতালির সাবেক তারকা গুইসেপে মেজ্জা।
*** ইতালিয়ান লিগে সর্বোচ্চ ১৭টি করে হ্যাটট্রিকও করেছেন তারা দুজন।
*** এক ম্যাচে সর্বোচ্চ ছয়টি করে গোল করেছিলেনে ইতালির সাবেক গ্রেট সিলভিও পিওলা এবং ওমর সিভোরি।
*** সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করেছিলেন সিলভিও পিওলা (১৭ বছর ১২৫ দিন)।
*** সবচেয়ে বেশি বয়সেও হ্যাটট্রিক করেছিলেন তিনি (৩৭ বছর ৫১ দিন)।
*** ইতালির কোনো খেলোয়াড় হয়ে সিরি আতে সর্বোচ্চ ৩৬৪ গোল করেন তিনি।
*** সবচেয়ে কম বয়সে এক ম্যাচে তিনটির বেশি গোলও তার দখলে (১৮ বছর ৫৪ দিন)।
*** সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে ৫ গোল করেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা (৩৪ বছর ৩৩০ দিন)।
*** সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছেন উরুগুয়ের পাওলো মোনতেরো (১৬ বার)।
*** এক মৌসুমে সর্বোচ্চ ৩৬টি গোল হয়েছে দুবার। ১৯২৮-২৯ মৌসুমে তোরিনোর জার্সিতে প্রথমবার করেছিলেন ইতালির সাবেক কিংবদন্তি জিনো রোসেত্তি। সবশেষ ২০১৫-১৬ মৌসুমে ৩৬টি গোল করেন আর্জেন্টিনার তারকা গঞ্জালো হিগুয়েন (নাপোলির জার্সিতে)। গতবার ২৯টি করে গোল করেছিলেন আরেক আর্জেন্টাইন মাউরো ইকার্দি (ইন্টার মিলান) এবং সিরো ইমোবিলে (ল্যাজিও)।
সারাবাংলা/এমআরপি